• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে দেখিয়ে দিল মিঠাই! গাঁটছড়াকে হারিয়ে ছিনিয়ে নিল সেরার মুকুট, রইল সম্পূর্ণ TRP তালিকা

Published on:

TRP List Mithai Come back to First Position Gatchora comes Second

বাঙালি দর্শকদের মনের মাঝে বৃহস্পতিবার হলেই দুরু দুরু শুরু হয়ে যায়। প্রিয় সিরিয়ালকে সেরা সিরিয়ালের মুকুট পেতে দেখতে চান সকলেই। তবে বিগত কয়েকমাস ৪৪ সপ্তাহ টানা TRP লিস্টে (Target Rating Point) প্রথম থাকা মিঠাই পিছিয়ে পড়েছিল গাঁটছড়া সিরিয়ালের থেকে। তবে আর নয়! এবার নিজের হারানো সেরার মুকুট আবারও জয় করে নিল মিঠাইরানী। আবারও একবার TRP List এ বেঙ্গল টপার মিঠাই সিরিয়াল।

বিগত কয়েক সপ্তাহে মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তাকে কাঁটায় কাঁটায় টেক্কা দিয়েছিল ষ্টার জলসার নতুন সিরিয়াল গাঁটছড়া। তবে এবার উচ্ছেবাবু সন্দেশ থেকে প্রতিযোগিতা জিতে টান টান উত্তেজনার পর্ব দিয়ে আবারও দর্শকদের জনপ্রিয়তায় সেরার শিরোপা পেয়েই গেল মিঠাই। তবে গাঁটছড়া কিন্তু খুব একটা পিছিয়ে নেই! ঠিক মিঠাইয়ের পরেই রয়েছে এসপ্তাহের টিআরপি তালিকায়।

Bengali Serial TRP List Gatchora first Mithai comes 2nd 24th march

এসপ্তাহে ৯.৮ পয়েন্ট পেয়ে প্রথমস্থানে উঠে এসেছে মিঠাই সিরিয়াল। অন্যদিকে মিঠাইয়ের থেকে প্রায় ১ পয়েন্ট পিছিয়ে গিয়েছে খড়ি-ঋদ্ধি জুটি ‘গাঁটছড়া’। এসপ্তাহে ৮.৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়ালটি। এদিকে আলতা ফড়িং আর অনুরাগের ছোঁয়া দুই সিরিয়ালই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। দুজনেই ৮.৫ পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে। চলুন এবার দেখা নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।

সেরা দশ সিরিয়ালের সম্পূর্ণ টিআরপি তালিকাঃ

মিঠাই- ৯.৮ (প্রথম)
গাঁটছড়া- ৮.৯ (দ্বিতীয়)
আলতা ফড়িং, অনুরাগের ছোঁয়া- ৮.৫ (তৃতীয়)
উমা- ৮.০
গৌরী এলো- ৭.৭
পিলু, ধূলোকণা- ৭.৩
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.২
মন ফাগুন- ৬.৯
আয় তবে সহচরী- ৬.৮
সর্বজয়া- ৬.০

প্রসঙ্গত, এই সপ্তাহে একধিক সিরিয়ালে বিয়ের পর্ব চলছে। গাঁটছড়া, আলতা ফড়িং, অনুরাগের ছোঁয়া, গৌরী এল, লক্ষী কাকিমা সুপারস্টার সিরিয়ালে বিয়ে স্পেশাল পর্ব চলছে। এদিকে সদ্য জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘উড়ন তুবড়ি’। তবে এসপ্তাহে সেরা দশের তালিকায় উঠে আসতে পারেনি সিরিয়ালটি। অন্যদিকে ‘গোধূলি আলাপ’ শুরুতেই  প্রথম পাঁচে থাকার কথা থাকলেও দ্বিতীয় সপ্তাহেও সেরা দশের মধ্যে আসতে পারেনি।

তবে মন ফাগুন সিরিয়াল অষ্টম স্থানে চলে যাওয়ায় কিছুটা মন খারাপ দর্শকদের। সিরিয়াল বাদে ষ্টার জলসার নতুন নন ফিকশন রিয়ালিটি শো ‘ইসমার্ট জোড়ি’ এবারে বেশ ভালো ফল করেছে। এসপ্তাহের জিৎ এর এই শো ৫.২ TRP পেয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥