• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হারানো গৌরব ফিরে পেল মিঠাই নাকি হারিয়ে দিল গাঁটছড়া! রইল চমকে দেওয়া নতুন TRP তালিকা

Published on:

Gatchora Tops TRP List where is mithai see TRP List

সপ্তাহের শেষে সেরা সিরিয়াল হল কে! টিআরপি লিস্টে (TRP List) প্রথম স্থানে ফিরল মিঠাই (Mithai) নাকি আবারও টেক্কা দিয়ে গেল অন্য কেউ? এমন হাজারো প্রশ্ন মাথায় ঘুরতে শুরু করেছে দর্শকদের। একটানা ৪৪ সপ্তাহ সেরা থাকলেও নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gatchora) এসে হারিয়ে দিয়েছিল মিঠাইকে। তবে এবার কি ফিরল হারানো গৌরব? না এবারেও নতুনদের কাছে হেরে গেল মিঠাই। সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন টিআরপি তালিকা।

নতুন টিআরপি তালিকা প্রকাশ পেতেই চমকে গিয়েছেন অনেকেই। কারণ এবারেও সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে খড়ি আর ঋদ্ধির জুটি গাঁটছড়া। এমনকি গতবার দ্বিতীয় স্থানে থাকলেও এবারে তৃতীয় স্থানে নেমে গিয়েছে মিঠাই। বদলে জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আলতা ফড়িং। ফড়িঙয়ের জিমন্যাস্টিক্স তাহলে মন কেড়েছে বাংলার দর্শকদের!

TRP List,TRP,Target Rating Point,Mithai,Gatchora,Serial TRP List,টিআরপি পয়েন্ট,সিরিয়ালের টিআরপি,মিঠাই,গাঁটছড়া,মন ফাগুন

বর্তমানে মিঠাইতে সিড-মিঠাই নয় বরং রুদ্র আর নিপাকে নিয়ে চলেছে। তাছাড়া অনেকের মতেই সিরিয়াল এখন আর আগের মত নেই! তবে সবমিলিয়ে যে মিঠাই ম্যাজিক ফিকে হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে TRP রিপোর্টে। এবারের তালিকায় ১০.২ পয়েন্টে প্রথমস্থানে রয়েছে গাঁটছড়া। এরপর জিমন্যাস্টিক্স দেখিয়ে ৯.৫ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং। আর তৃতীয় স্থানে রয়েছে মিঠাই ৯.১ পয়েন্টে। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকাঃ

গাঁটছড়া- ১০.২ (প্রথম)

আলতা ফড়িং- ৯.৫ (দ্বিতীয়)

মিঠাই- ৯.১ (তৃতীয়)

ধুলোকণা- ৮.৩ (চতুর্থ)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৮.২ (পঞ্চম)

আয় তবে সহচরী- ৮.২ (পঞ্চম)

মন ফাগুন- ৮.১ (ষষ্ঠ)

অনুরাগের ছোঁয়া- ৭.৭ (সপ্তম)

খুকুমণি হোম ডেলিভারি- ৭.৩ (অষ্টম)

উমা- ৭.২ (নবম)

পিলু- ৭.১ (দশম)

প্রসঙ্গত, অপরাজিতা আঢ্যর নতুন সিরিয়াল ‘লক্ষীকাকিমা সুপারস্টার’ কিন্তু ইতিমধ্যেই পঞ্চম স্থানে পৌঁছে গিয়েছে। অন্যদিকে মাঝে তুমুল জনপ্রিয় হওয়া মন ফাগুনের জনপ্রিয়তা আবার কমতে দেখা যাচ্ছে। এসপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে সিরিয়ালটি। বদলে বাজি মেরেছে লালন ও ফুলঝুরির কাহিনী ধূলোকণা।

এছাড়াও কিছুদিন আগেই শুরু হয়েছে, ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়াল। যেখানে বাইরের সৌন্দর্য নয় বরং মনের সৌন্দর্য দিয়েই বিচার হওয়া উচিত এমন এক প্রেমকাহিনী দেখানো হচ্ছে। নতুন এই সিরিয়াল সেরা দোষের তালিকায় প্রবেশ করে গিয়েছে। এসপ্তাহে ৭.৭ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে সিরিয়ালটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥