বিনোদন জগতে দিনের পর দিন বাড়ছে সিরিয়ালের জনপ্রিয়তা। টিভির পর্দায় পছন্দের সিরিয়াল দেখেই মনের ক্লান্তি দূর করেন সিরিয়ালপ্রেমীরা। তাই সারাদিনের ব্যাস্ত শিডিউলের শেষে সামান্য অবসর মিলতেই পছন্দের টিভি সিরিয়াল দেখেন কমবেশি সকলেই। সিরিয়ালপ্রেমীদের কাছে দারুন জনপ্রিয় এমনই একটি মেগা সিরিয়াল হল স্টার জলসার ‘মন ফাগুন’(Mon Phagun)।
এই সিরিয়ালের বয়স বেশি না হলেও মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই ঋষি-পিহুর এই মিষ্টি প্রেমের গল্প মন ছুঁয়েছে দর্শকদের। সিরিয়ালের প্লট অনুযায়ী দেখা যাচ্ছে এই ঋষিরাজ এবং পিহু দুজনেই ছোটোবেলায় হারিয়ে যাওয়া পুরনো প্রেমিক-প্রেমিকা। কিছুদিন আগেই পিহু ঋষির আসল পরিচয় জানলেও এখনও পর্যন্ত ঋষি সেকথা জানে না সেকথা।
তবে পরিচয় জানার আগে ইতিমধ্যেই নানা ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে বিয়ে হয়ে গিয়েছে ঋষিরাজ এবং প্রিয়দর্শিনীর। দর্শকদের চাহিদা পূরণ করতে প্রতি সপ্তাহেই নিত্যনতুন চমক থাকছে এই সিরিয়ালে। সদ্য সিরিয়ালে রুষার সামনে তার বর সৌমেনের মুখোশ টেনে খুলে দিয়েছে পিহু। তারপর থেকেই ঈশ্বর তুল্য বরের সম্পর্কে আসল সত্যিটা জানার পর মাথায় আকাশ ভেঙে পড়ে রুষার।
অন্যদিকে বৃষ্টি বাড়িতে মহা বিপদের মুখে পড়েছে পিহুর বোন অনুষ্কা। অসুস্থ বাবার মুখের কথার দাম দিতে ইচ্ছা না থাকা সত্ত্বেও একপ্রকার বাধ্য হয়ে বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে। কিন্তু সে আসলে ভালোবাসে দিদির দেওর হৃত্বিককে। এরইমধ্যে চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা হয়েছে সিরিয়ালের একটি ধামাকাদাড় প্রোমো।
দেখা যাচ্ছে বিয়ের কনের সাজে থাকা অনুষ্কার সাথে বিয়ের মন্ডপে গিয়ে বসেছে ঋষি। শেহরার আড়ালে থাকা বরের গলা শুনে জিজু বলে লাফিয়ে ওঠে অনুষ্কা। এরপর দেখা যায় বাইরে অনুষ্কার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে হৃত্বিক। আর পিহু তার বোনকে বলছে ‘আধি ঘরবালি থেকে পুরি ঘরবালি আগে পালিয়ে যা।’ সিরিয়ালের এই নতুন প্রোমো ব্যাপক ভাইরাল হয়েছে। এই পর্ব টিভির পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরাও।
View this post on Instagram