বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল। আর দর্শকমহলেও দিনে দিনে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখে সন্ধ্যা হতেই নিত্যনতুন সিরিয়ালের ডালি নিয়ে হাজির হয় বিনোদন মূলক চ্যানেল গুলি। সেইসাথে রয়েছে টিআরপির (TRP) দৌড়ে এগিয়ে থাকার লড়াই।
তাই প্রতিপক্ষ চ্যানেল গুলিকে কড়া টক্কর দিতে বস্তাপচা কনটেন্ট নয় পরিবর্তে ভিন্ন স্বাদের গল্পকেই বাজি ধরছে চ্যানেল কর্তৃপক্ষ। তাই গত বছর থেকেই একের পর নতুন সিরিয়াল শুরু হয়েছে জি বাংলার পর্দায়। আর এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারীকেন্দ্রিক চরিত্রগুলোকে।এভাবেই জি বাংলার তরফে কুর্নিশ জানানো হয়, আজকালকার দিনের মা, কাকিমাদের লড়াকু মানসিকতা কে।
এমনই বাস্তব জীবন থেকে উঠে আসা একেবারে ভিন্ন স্বাদের এমনই একটি সিরিয়াল হল জি বাংলার ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ (Lakshmi Kakima Superstar)। এই ধারাবাহিকের অন্যতম প্রধান ইউএসপি হলেন স্বয়ং লক্ষ্মী কাকিমা,অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কি অভিনয় কি এক্সপ্রেশন সবদিক দিয়েই এক কথায় অসাধারণ এই লক্ষ্মী কাকিমা অভিনেত্রী, যাকে বলে একাই একশো।
শুরু থেকেই দেখা যাচ্ছেএই সিরিয়ালের মাধ্যমে প্রতিদিন সংসারের ঘেরাটোপে থাকতে থাকতে দুহাতেই দশভূজা হয়ে ওঠা সুপারস্টার মা কাকিমাদের বাস্তব জীবনের গল্প। সদ্য সিরিয়ালে দেখা যাচ্ছে পাড়ার বসন্ত উৎসবে নাচ করবে লক্ষী কাকিমা। আর তাদের নাচ শেখাতে এসেছে হংসিনী। বাড়ির মেয়ে বৌমাদের সাথে নিয়ে নিয়ে ইতিমধ্যেই জনপ্রিয় হিন্দি গান ‘কভি আর কভি পার’ গানে নাচ করে মঞ্চ মাতিয়ে দিয়েছেন লক্ষ্মী কাকিমা।
যা দেখে অনান্য দের মতোই চোখ কপালে উঠেছে লক্ষ্মী কাকিমার বর দেবুদার। ইতিমধ্যেই লক্ষ্মী কাকিমার আগেই নেচে মঞ্চ মাতিয়ে দিয়েছিল বিনুনি। আর এখন দেখার এই দুই সেয়ানে সেয়ানে জুটির মধ্যে শেষ হাসি কে হাসে, কার মাথাতেই বা ওঠে সেরার মুকুট।যা নিয়ে চিন্তায় দর্শক। তবে লক্ষ্মী কাকিমার ফাটাফাটি নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
(ভিডিওটি দেখার জন্য উপরের লিঙ্কে ক্লিক করুন।)