• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালের মাঝপথেই গায়েব একাধিক নায়ক! কেন এমন সিদ্ধান্ত, রইল এর পিছনের আসল কারণ

Published on:

ইন্দ্রাশিস রায়,Indrashish Roy,বিশ্বজিৎ চক্রবর্তী,Biswajit Chakraborty,ইন্দ্রনীল চট্টোপাধ্যায়,Indranil Chatterjee,সৈয়দ আরিফিন,Said Afrin,সিরিয়াল,Serial,Corona,করোনা

আজকের দিনে বিনোদনের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। দর্শকদের মধ্যেও দিনে দিনে বেড়ে চলেছে সিরিয়ালের চাহিদা। অবসর সময়ে সুযোগ পেলেই পছন্দের টিভি সিরিয়াল দেখতে বসে যান সকলে। এই সিরিয়ালে অভিনয়ের সূত্রেই রাতারাতি স্টার হয়ে যান অনেকে। আর সিরিয়াল প্রেমীদের কাছে সিরিয়ালের নানা চরিত্রের অভিনেতারা ব্যাপক জনপ্রিয়।

কিন্তু বেশ কিছু দিন ধরে হঠাৎ সিরিয়াল থেকেই উধাও হয়ে যান একাধিক অভিনেতা। কারণ একটাই,তা হল করোনা। দেশ জুড়ে লাগাতার বাড়তে থাকা করোনা সংক্রমণের প্রভাব থেকে রেহাই পায়নি বাংলা বিনোদন জগতও। বড় পর্দার মতোই করোনা আক্রান্ত হয়েছেন ছোটো পর্দার তাবড় অভিনেতারাও। তালিকায় রয়েছেন টেলিভিশন জগতের অন্যতম ব্যস্ত অভিনেতারাও।

১)ইন্দ্রাশিস রায় (Indrashish Roy)

ইন্দ্রাশিস রায়,Indrashish Roy,বিশ্বজিৎ চক্রবর্তী,Biswajit Chakraborty,ইন্দ্রনীল চট্টোপাধ্যায়,Indranil Chatterjee,সৈয়দ আরিফিন,Said Afrin,সিরিয়াল,Serial,Corona,করোনা
বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন ইন্দ্রাশিস রায়।সিরিয়াল হোক সিনেমা বহুদিন ধরেই উভয় ক্ষেত্রে চুটিয়ে অভিনয় করে দর্শকদের মন জয় করে চলেছেন তিনি। বর্তমানে লীনা গাঙ্গুলির লেখা স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ধূলোকণা’ তে লালন চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু এরই মাঝে গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন ইন্দ্রাশিস। তাই সুস্থ না হওয়া অবধি আপাতত কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি।

২) সৈয়দ আরিফিন (Said Afrin)

ইন্দ্রাশিস রায়,Indrashish Roy,বিশ্বজিৎ চক্রবর্তী,Biswajit Chakraborty,ইন্দ্রনীল চট্টোপাধ্যায়,Indranil Chatterjee,সৈয়দ আরিফিন,Said Afrin,সিরিয়াল,Serial,Corona,করোনা

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অব্যতম জনপ্রিয় অভিনেতা হলেন সৈয়দ আরিফিন। ‘ইরাবতীর চুপকথা’ দিয়ে বাংলা বিনোদন জগতে হাতেখড়ি হওয়ার পর বর্তমানে চুটিয়ে অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খেলাঘর’-এ। সেখানে সিরিয়ালের নায়ক শান্টু গুণ্ডার চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ায় হোম কোয়ারন্টাইনে রয়েছেন তিনি। এখবর শোনা মাত্রই ভক্তরা দ্রুত তার আরোগ্য কামনা করছেন।

৩) ইন্দ্রনীল চট্টোপাধ্যায় (Indranil Chatterjee)

ইন্দ্রাশিস রায়,Indrashish Roy,বিশ্বজিৎ চক্রবর্তী,Biswajit Chakraborty,ইন্দ্রনীল চট্টোপাধ্যায়,Indranil Chatterjee,সৈয়দ আরিফিন,Said Afrin,সিরিয়াল,Serial,Corona,করোনা
বর্তমানে সিরিয়াল প্রেমীদের কাছে বিপুল জনপ্রিয় জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘আয় তবে সহচরী’। এই সিরিয়ালে টিপুর চরিত্রে অভিনয় করেই অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় হয়ে উঠেছেন বাংলার অন্যতম হার্টথ্রব। তবে সদ্য করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। যার জেরে মাঝে বেশ কিছুদিন তাকে সিরিয়ালে দেখা যায়নি।

৪) বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborty)\

ইন্দ্রাশিস রায়,Indrashish Roy,বিশ্বজিৎ চক্রবর্তী,Biswajit Chakraborty,ইন্দ্রনীল চট্টোপাধ্যায়,Indranil Chatterjee,সৈয়দ আরিফিন,Said Afrin,সিরিয়াল,Serial,Corona,করোনা
বাংলা বিনোদন জগতের অন্যতম দাপুটে অভিনেতা হলেন বিশ্বজিৎ চক্রবর্তী। বর্তমানে তিনি অভিনয় করছেন বাংলার এক নম্বর সিরিয়াল মিঠাইতে দাদু সিদ্ধেশ্বর মোদকের চরিত্রে। সদ্য করোনা থাবা বসিয়েছিল তার শরীরেও। তাই সেসময় বেশ কিছুদিন সিরিয়ালের দেখা যায় নি তাকেও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥