• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উড়ন্ত মালা, সিঁদুর সব অতীত! এবার বাংলা সিরিয়ালে চলে এসেছে নিজেই নিজেকে বিয়ে করার ট্রেন্ড

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসেসময়ে মুখরোচক সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। সারাদিনের ব্যস্ত জীবনে এক মুঠো অক্সিজেন নিয়ে আসে এই ধরনের বিনোদনমূলক সিরিয়ালগুলি। তবে একথা ঠিক এখনকার দিনে যে কোন সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি।

আর এই বেশি টিআরপি পাওয়ার আশায় আজকাল বেশিরভাগ সিরিয়ালেই দেখানো হয়, নানান আজগুবি সব গল্প।  কখনো নায়কের একাধিক বিয়ে তো কখনো পরকীয়া কিংবা শাশুড়ি বৌমার কুট কাচালি এই একঘেয়ে বিষয়বস্তুর সিরিয়াল দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছেন দর্শকরাও। তাই দর্শকমহলে যেমন সিরিয়ালে চাহিদা রয়েছে  তেমনই  তারা যে নতুন ধরনের বিষয়বস্তু দেখতে চান এ কথাও কিন্তু সত্যি।

   

Bengali Serial,বাংলা সিরিয়াল,Ferari Mon,ফেরারি মন,Sudipta Roy,সুদীপ্তা রায়,Bipul Patra,বিপুল পাত্র,Self Marriage,নিজেকেই বিয়ে

তাই দর্শকদের এই চাহিদা পূরণের কথা মাথায় রেখেই এখন মাঝেমধ্যেই নিয়ে আসা হচ্ছে একের পর এক নতুন সিরিয়াল।স্বাদ বদলের জন্য বিষয়বস্তুতে থাকছে নানান চমক। এরই মধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে কালারস বাংলার একেবারে নতুন ধারাবাহিক (New Serial) ফেরারি মনের (Ferari Mon) প্রথম প্রমো (First Promo) .এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় কাম ব্যাক করছেন জি বাংলার জনপ্রিয় ক্ষীরের পুতুল সিরিয়ালের নায়িকা।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Ferari Mon,ফেরারি মন,Sudipta Roy,সুদীপ্তা রায়,Bipul Patra,বিপুল পাত্র,Self Marriage,নিজেকেই বিয়ে

এই ধারাবাহিকের প্রকাশ্যে আসে প্রমো দেখেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। আসলে প্রমো তে দেখা গিয়েছে নায়িকা নিজেই নিজেকে বিয়ে করছেন। যা দেখে অনেকেই বলছেন এ প্রথমবার সোলোগামীর গল্প বলতে চলেছে এই নতুন ধারাবাহিক। তাই দর্শকরা বলছেন উড়ন্ত সিঁদুর, উড়ন্ত মালা অতীত এবার নিজেই নিজেকে বিয়ে করবেন নায়িকারা।

তাই ধাক্কা লেগে সিঁদুর পড়ানো, মালা পরানো কিংবা গায়ে হলুদ সবকিছুই এখন অতীত এবার বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড হতে চলেছে নায়িকাদের নিজেই নিজেকে বিয়ে করা। ফেরারি মনের প্রকাশ্যে আসা প্রমোতে দেখা যাচ্ছে নিজের অপমানের বদলা নিতে সিঁথিতে সিঁদুর পড়ে নিয়েছে তুলসি। শুধু তাই নয় নিজেই নিজেকে বিয়ে করেসোজা চলে গিয়েছে নায়কের বাড়িতে।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Ferari Mon,ফেরারি মন,Sudipta Roy,সুদীপ্তা রায়,Bipul Patra,বিপুল পাত্র,Self Marriage,নিজেকেই বিয়ে

তখন সেখানে সবে তার এঙ্গেজমেন্টের এনাউন্সমেন্ট হওয়ার কথা ঠিক সেইসময় নায়কের বাড়ি গিয়ে তার বাবা-মার সামনে এসে জানায় তাদের ছেলে তাকে বিয়ে করেছে। এরপরেই নায়কের হাত ধরে নায়িকা বলছে ‘পথের কাঁটা উপরে ফেলতে পারো এবার গলার কাঁটা হয়ে বিঁধেছি উপড়াবে কি করে’? জানা যাচ্ছে আগামী ৭ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় কালার্স বাংলায় সম্প্রচারিত হতে চলেছে এই ধারাবাহিক।