• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোথাকার গাঁজা খান! সদ্য মুক্তিপ্রাপ্ত তিতিলির প্রোমো দেখেই নেট পাড়ায় ট্রোলের বন্যা

Published on:

স্টার জলসায় নতুন ধারাবাহিক আসতে চলেছে ‘তিতিলি’। স্বাভাবিক ভাবেই নতুন ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা বেশি থাকে। কিন্তু প্রথমেই ‘তিতলি’ প্রোমো দেখে নেট পাড়ায় উঠল ট্রোল-বন্যা। প্রোমোতে দেখা যাচ্ছে ধারাবাহিকের মূল নায়িকা ‘তিতলি’ কানে শোনেনা, সবার কথা বলার সময় ঠোঁট পড়ে সে তাদের কথা বোঝে। এদিকে আজব কান্ড, সেই মেয়ে নাকি প্লেন ওড়ালো।

এ যেন গল্পে গোরু গাছে উঠল! সদ্য মুক্তি পাওয়া তিতলির এই প্রোমো নিয়ে এখন নেট পাড়ায় উঠেছে হাসির রোল। প্রোমো শেয়ার করে চলছে একের পর এক ট্রোলের-ঝড়। নেটিজেনদের প্রোমো দেখে একটাই প্রশ্ন, ধারাবাহিকের লেখক ‘কোথাকার গাঁজা খান’।

প্রোমোতে দেখা যাচ্ছে, তিতলি প্রথমবার প্লেনে উঠেছে। আর সেই প্লেন চালকের হঠাৎই হার্ট ফেল করে। আর তখনই নায়িকা একেবারে হাজির হলেন ত্রাতা হিসেবে। পাইলট অসুস্থ হয়ে পড়তেই তিতলি ছুটে যান ককপিটের দিকে। আর তার পিছু পিছু ছুটতে থাকে তার স্বামীও। আর এই কান্ড দেখেও সবাই চুপ।

ককপিটে প্রথমবার ঢুকেই বরকে হেডফোন পরতে বলে একেবারে প্লেন উড়িয়ে দিল কানে শুনতে না পাওয়া নায়িকা। নায়িকার এই কান্ড দেখে হাসতে হাসতে পেটে খিল ধরেছে নেটিজেনদের, চলছে যথেচ্ছ ট্রোল। এরআগেও ‘জবার’ কাঁচি দিয়ে বোম ডিফিউজের ঘটনায় নেটপাড়ায় উঠেছিল হাসির রোল।

https://youtu.be/7J6YW2gottM

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥