• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Not allowed! মা করিনার ছবি তুলছে দেখে পাপারাৎজিদের উপর ক্ষেপে বোম খুদে তৈমুর

Taimur

ফের মা হতে চলেছেন নবাব পত্নী করিনা কাপুর খান (Kareena Kapoor) । ছোট্ট তৈমুর (Taimur) -ও দেখতে দেখতে হতে চলেছে দাদা। তবে জনপ্রিয়তার দৌড়ে মা করিনা আর বাবা সইফকেও (saif ali khan) কয়েক গোল দিতে পারে ছোট্ট তৈমুর৷

পেট থেকে পড়েই রাতারাতি তারকা হয়ে যায় তৈমুর। ইতিমধ্যেই গড়ে উঠেছে তার অসংখ্য ফ্যান ক্লাব। তার ভক্তর অভাব নেই।প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসে এই ছোট্ট খুদে। এখন থেকেই সমস্ত লাইম লাইট কেড়ে নিতে শিখে গেছে তৈমুর।

Taimur

সে রাস্তায় বেরোলেই মানুষের ভীড় জমে যায় রাস্তায়। পাপারাৎজিরা সবসময় প্রস্তুত থাকে ক্যামেরা নিয়ে। সইফ পুত্রকে ছবিতে ধরে রাখতে মুখিয়ে থাকে সাধারণ মানুষও।কিন্তু সবসময় এসব এক্কেবারে না পসন্দ নবাব পুত্তুরের।

পাপারাৎজিদের দেখলেই ক্ষেপে লাল হয়ে যান তৈমুর। আর উল্টোদিকে অন্তঃসত্ত্বা করিনাকে দেখতে পেলেও ছবি না তুলে কিছুতেই ছাড়তে চান না তারা। তাই এবারেও করিনাকে তৈমুরের দেখতে পেয়েই ক্যামেরা নিয়ে রেডি ছিল পাপারাজ্জিরা। হঠাৎই তৈমুর বলে উঠলেন ‘নট অ্যালাউড’। খুদের এই কান্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটবাসী।

এর আগেও তৈমুরের কান্ডে লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড় হয়েছিল করিনার।তৈমুর হঠাৎ বলে উঠলেন ‘নো ফটো’। তবুও পাপারাৎজিরা কথা না শোনায় তেলে বেগুনে জ্বলে উঠলেন তৈমুর। এমনকি তাদের দিকে লাথিও দেখালো ছোট্টো তৈমুর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥