জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ Whatsapp। আজকাল ইন্টারনেটের যুগে আট থেকে আশি সকলেই সোশ্যাল নেটোয়ার্কিংয়ে মশগুল। আর এই সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপগুলির মধ্যে Whatsapp অন্যতম। হোয়াটস্যাপ নিজের ইউজারদের সুবিধার কথা ভেবে প্রতিনিয়ত নতুন নতুন সমস্ত ফিচার যোগ করে, সময়ে সময়ে আপডেট করে অ্যাপটি।
Whatsapp এর একটি জনপ্রিয় ফিচার হল স্ট্যাটাস, দিনের সেরা মুহূর্ত থেকে পছন্দের ছবি বা ভিডিও ২৪ ঘন্টার জন্য শেয়ার করা যায় সকলের সাথে এই ফিচারের মাধ্যমে। ২৪ ঘন্টা পর নিজে থেকেই অদৃশ্য হয়ে যায় ছবি ও ভিডিওগুলি। দিনে দিনে মানুষ নিজেদের মুড থেকে শুরু করে মনের কথা স্ট্যাটাস দিয়েই ব্যক্ত করেন। কাছের মানুষের বা প্রিয়জনের মনের হাল চাল জানার রাস্তা এই স্ট্যাটাস। কিন্তু স্ট্যাটাস দেখলে কে কে দেখেছে থেকে আরম্ভ করে কখন দেখেছে সবই দেখা যায়।
অনেকেই চেষ্টা করেন লুকিয়ে লুকিয়ে বা গোপনে যদি প্রিয় মানুষের স্ট্যাটাসটি দেখা যায়। কারণ কারোর স্ট্যাটাস সিন করলেই যে সে জানতে পেরে যাবে। নীল রঙের টিক চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবে হোয়াটস্যাপ। কিন্তু জানেনকি খুব সহজেই গোপনে দেখে নিতে পারেন হোয়াটস্যাপ স্ট্যাটাস। তাও আবার যে স্টেটাস দিয়েছে তা না জানিয়েই। তাহলে আপনাকেই বলি কিভাবে দেখবেন স্ট্যাটাস!
হোয়াটসাপে প্রাইভেসি সেকশনে ‘Read Receipt’ নাম একটি অপসন রয়েছে। এই অপশনটিই হল আপনার প্রধান হাতিয়ার। নিজের হোয়াটসাপে এই অপশনটি বন্ধ করে কারোর মেসেজ থেকে শুরু করে স্টেটাস দেখলে, আপনি তার স্ট্যাটাস বা মেসেজ দেখেছেন কিনা বোঝা যায়না। এই অপশনটি ব্যবহার করেই আপনিও নিশ্চিন্তে দেখে নিতে পারেন যে কারোর হোয়াটস্যাপ স্ট্যাটাস তাকে যা জানিয়েই। অবশ্য স্ট্যাটাস দেখার জন্য ব্যক্তিকে আপনার কন্টাক্ট লিস্টে থাকতে হবে।