• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনিল কন্যা সোনামের থেকেও বেশি সুন্দরী তার কাকা সঞ্জয় কাপুরের মেয়ে ! ছবি দেখুন নিজের দায়িত্বে

সঞ্জয় কাপুর,শানায়া কাপুর,বলিউড,Sanaya Kapoor,sanjay kapoor,Bollywood

বলিউডের বিখ্যাত অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor)। নায়ক, মিস্টার ইন্ডিয়া,ওয়েলকাম, হামারা দিল আপকে পাস হ্যায়, নো এন্ট্রি এমন একাধিক সুপারহিট ছবি দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেতা। বলিউডে অভিনয়ের দৌলতে শুধুই যে জনপ্রিয়তা পেয়েছেন তা কিন্তু নয়। সুপারহিট ছবিতে অভিনয় করে কোটি কোটি টাকা রোজগার করেছেন অভিনেতা। তবে দাদা অনিল কাপুরের মতোই এক সময় বেজায় জনপ্রিয় ছিলেন অভিনেতা সঞ্জয় কাপুর (Sanjay kapoor)

১৯৯৫ সালে ‘প্রেম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অনিল কাপুরের ভাই সঞ্জয় কাপুরের। ১৯৯২ সালে দিব্যা ভারতীর বিপরীতে ‘কর্তব্য’ ছবির কন্ট্যাক্ট সাইন করেন সঞ্জয় কাপুর। কিন্তু সেই বছরই ছবি মাত্র ৪০% শ্যুটিং করে প্রয়াত হয়েছিলেন দিব্যা ভারতী ,পরবর্তীতে তার জায়গায় অভিনয় করেছিলেন জুহি চাওলা। এর পর মাধুরী দীক্ষিতের সঙ্গে ‘রাজা’ ছবিতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন সঞ্জয় কাপুর।

সঞ্জয় কাপুর,শানায়া কাপুর,বলিউড,Sanaya Kapoor,sanjay kapoor,Bollywood

কিন্তু আজ আমরা তাকে নিয়ে নয় বরং কথা বলব তার কন্যা শানায়া কাপুরকে নিয়ে।শোনা  যাচ্ছে , খুব শিগগিরই বলিউডে পা রাখবেন শানায়া। শানায়া তার সাহসী চেহারার কারণে অনেক দিন ধরেই শিরোনামে রয়েছেন। বর্তমানে তার বয়স মাত্র ২১ বছর , কিন্তু এই বয়সেই তিনি এক্কেবারে হট বোম্ব। সোশ্যাল মিডিয়ায় তার লক্ষ লক্ষ ফলোয়ার্স। তার হটনেসে ঘুম ওড়ার জোগাড় হয় পুরুষ অনুরাগীদের। তাকে বলিউডে দেখার অপেক্ষায় দিন গুনছেন তার অনুরাগীরা।

সঞ্জয় কাপুর,শানায়া কাপুর,বলিউড,Sanaya Kapoor,sanjay kapoor,Bollywood

শানায়া নাচেও খুব ভালো। খ্যাতনামা বেলি ডান্সার ও তাহিতিয়ান নৃত্যশিল্পী সঞ্জনা মথুরেজার কাছে নাচ শিখতে শুরু করেছেন শানায়া। এমনিতেই বলিউডের তারকা সন্তানরা নাচ, অভিনয় সবকিছু চোখের সামনে দেখে ও শিখেই বড় হন। তাই শানায়াও খুব ছোট বয়স থেকেই নিজেকে তৈরী করছেন। বর্তমানে তার বয়স মাত্র ২১। কিন্তু তার হটনেস দেখলে কুপোকাত হবেন ৮ থেকে ৮০।

সঞ্জয় কাপুর,শানায়া কাপুর,বলিউড,Sanaya Kapoor,sanjay kapoor,Bollywood

শানায়ার কাজের কথা বলতে গেলে, তিনি জাহ্নবী কাপুরের চলচ্চিত্র ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’-এ একজন সহকারী পরিচালক হিসেবে বলিউডে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। সম্প্রতি, করণ জোহরের আসন্ন  শানায়াকে নায়িকা হিসেবে দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥