• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠিক যেন বাবার মুখশ্রী বসানো! তাপস পালের মেয়ে সোহিনী টেক্কা দিতে পারে টলি নায়িকাদের, রইল ছবি

Published on:

Tapas Pal daughter photos

টলিপাড়ার বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজনের নাম আসবেই আসবে। তিনি হলেন তাপস পাল (Tapas Paul)। আশির দশক থেকে শুরু করে ২০২০ পর্যন্ত একাধিক দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে ২০২০ সালের ১৮ই ফেব্রুয়ারী নিজের শেষ ছবি ‘বাঁশি’ অসমাপ্ত রেখেই প্রয়াত হন অভিনেতা। শুধুই অভিনয় নয়, সক্রিয় রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন তিনি। ‘দাদার কীর্তি’-র মত ছবি দিয়ে টলিউডে প্রবেশ করে দীর্ঘ অভিনয় জীবনে বহুবার মন্ত্রমুগ্ধ করেছিলেন দর্শকদের নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে।

অভিনেতা নন্দিনী পালকে (Nandini Paul) বিয়ে করেছিলেন। তাদের একটি মেয়ে রয়েছে যার নাম সোহিনী পাল (Sohini Paul)। আর বাবার মত মেয়েও কিন্তু অভিনয়ের জগতে পা রেখেছেন ইতিমধ্যেই। বেশ কয়েকটি সিনেমাতে অভিনয়ও করে ফেলেছেন সোহিনী। সোহিনীর প্রথম ছবি ছিল ২০০৪ সালে অঞ্জন দত্তের ‘বউ ব্যারাক্স ফরএভার’। এরপর কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘জ্যাকপট’ ছবিতেও দেখা গিয়েছে তাপস কন্যা সোহিনীকে।

তাপস পাল Tapas Paul Sohini Paul সোহিনী পাল

তবে মাঝে টলিউড ছেড়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন সোহিনী। ২০১৫ সালে প্রথম হিন্দি ছবিতে দেখা যায় তাকে। ছবির নাম ছিল ‘হাম তুম দুশমন দুশমন’। এই ছবিতে সোহিনীর বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা মুকেশ ঋষি। তাছাড়া বলিউডের সিনেমার পাশাপাশি হিন্দি সিরিয়ালেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ‘আপকে আজানে সে’ নামক এক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছিলেন সোহিনী।

তাপস পাল Tapas Paul Sohini Paul সোহিনী পাল

যেমনটা জানা যায় বাবা তাপস পালের সাথে বেশ ভালোই সম্পর্ক ছিল মেয়ের। এমনকি মুম্বাইতে মেয়ের কাছে এসে থাকতেনও। সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সক্রিয় না হলেও বাবাকে নিজের হাতে চা বানিয়ে খাওয়াতে দেখা গিয়েছিল তাকে। একবার এক সাক্ষাৎকারে তাপস পাল মেয়ের সন্মন্ধে বলেছিলেন ‘পাখির মত মেয়ে আমার, টুকটুক করে কথা বলে’। তবে ২০২০ সালে বাবাকে চিরকালের মত হারিয়ে ফেলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, গতবছর মহামারিকালে করোনা আক্রান্ত হয়ে পড়েন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল ও মেয়ে সোহিনী। সেই সময় খবরে উঠে এসেছিলেন তাঁরা। তবে কিছুদিন পর সুস্থ হয়ে ওঠেন দুজনেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥