• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তৈরি করতে লেগেছে ২০ জন কারিগর, সময় ১ মাস ! দেখুন কাজল আগরওয়ালের বিয়ের লেহেঙ্গা

Published on:

অবশেষে বিয়েটা সেরেই ফেললেন সিংহম গার্ল কাজল আগরওয়াল। গাঁটছড়া বাঁধলেন ইন্টিরিয়র ডিজাইনার ও ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে। দম্পতির শুভ মুহুর্তের ছবি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গায়ে হলুদ, মেহেন্দি, থেকে বিয়ে সব সাজেই দর্শকদের মুগ্ধ করেছেন কাজল।

তার বিয়ের একগুচ্ছ ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। হাত ভরতি মেহেন্দি, গোলাপি ভারী ঘাগড়ায় নববধূর সাজে অনন্যা দেখিয়েছে কাজলকে। বিয়েতে তিনি যেই লেহেঙ্গাটি পরেছিলেন সেটি অনামিকা খান্নার ডিজাইন করা।

তার এই সুন্দর লেহেঙ্গাটি তৈরি করতে নাকি সময় লেগেছে এক মাস। সূক্ষ জরি দিয়ে সাজানো এই লেহেঙ্গা বানিয়েছেন এক দুই জন নয় খোদ ২০ জন প্রথম সারির কারিগর মিলে।

এত যত্নে তৈরি বিয়ের পোশাক পরে স্বভাবতই ভীষণই খুশি অভিনেত্রী। তিনি অনামিকাকে ধন্যবাদও জানিয়েছেন। অন্য দিকে পায়েলের স্বামী গৌতম পরেছিলেন একটি অনিতা ডোংরে শেরওয়ানি।

এত ছবির মধ্যেও, সবচেয়ে নজড় কেড়েছে তাদের বিশেষ মুহূর্তের একটি ছবি। স্বামীর হাতে চোখ বুজে আদরের চুম্বন করছেন অভিনেত্রী। আর সহজাত ভঙ্গিতে হাসতে দেখা গেছে গৌতমকেও।

সাথে কাজল তার স্বামীকে একটি বিশেষ বার্তা দিয়ে লিখেছেন, “এবার আমি মিস থেকে মিসেস! আমি আমার বন্ধু, পার্টনার, বেস্টফ্রেন্ড এবং সোলমেটকে বিয়ে করেছি।আমি খুব খুশি তোমায় এবং তোমার পরিবার পেয়ে”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥