ফের এক অভিশপ্ত রবিবার। আজ সকাল থেকেই শোকের ছায়া বাংলার বিনোদন জগতে। গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে (Pallabi Dey)-র ঝুলন্ত মৃতদেহ। তারপর থেকেই ক্রমশ অভিনেত্রীর মৃত্যু নিয়ে পুঞ্জীভূত হচ্ছে রহস্যের মেঘ। আদতে পল্লবী আত্মহত্যা করেছেন নাকি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
শান্তশিষ্ট মিষ্টি এই অভিনেত্রীর অকালমৃত্যুতে বাকরুদ্ধ তাঁর অসংখ্য সহ অভিনেতা -অভিনেত্রী। এখনও পর্যন্ত কেউই বিশ্বাস করতে পারছেন না পল্লবী আজ আর আমাদের মধ্যে নেই। সোশ্যাল মিডিয়ার পাতায় ছয়লাপ পল্লবীর মৃত্যুর খবরে। শোকবার্তা জানিয়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, মানসী সেনগুপ্তের মতো অভিনেত্রীরা। প্রসঙ্গত এই পল্লবীই হলেন বর্তমান টেলিভিশন হার্টথ্রব শন ব্যানার্জীর (Sean Banerjee) প্রথম সিরিয়ালের নায়িকা।
জনপ্রিয় সিরিয়াল ‘আমি সিরাজের বেগম’-এ নবাব সিরাজউদ্দৌলা সেজেছিলেন শন। তার সাথেই এই সিরিয়ালের নায়িকা হয়েছিলেন পল্লবী। প্রসঙ্গত এটি ছিল পল্লবীর দ্বিতীয় সিরিয়াল। সিরাজের বেগম শেষ হয়েছে অনেকদিন।কিন্তু সিরিয়াল শেষ হয়ে গেলেও আজও সিরিয়াল প্রেমীদের মনে রয়ে গিয়েছে এই সিরিয়ালের প্রিয় জুটির কথা।
দর্শকদের মতোই অভিনেতা শন ব্যানার্জীও এখনও ভোলেননি তার প্রথম সিরিয়ালের নায়িকা পল্লবীকে। সবার মতোই পল্লবীর মৃত্যুর খবরে রীতিমতো ‘শকড’ শন। অভিনেতা জানিয়েছেন ‘আমি সিরাজের বেগম’ শেষ হয়ে যাওয়ার পর পল্লবীর সাথে বহুদিন তার যোগাযোগ ছিল না। কিন্তু এরইমধ্যে পল্লবী যে এমন একটা কান্ড ঘটিয়ে বসবেন সেটা কেউ ভাবতে পারেননি।
শন জানিয়েছেন সহ অভিনেত্রী হিসাবে পল্লবী খুব ভাল ছিলেন। তবে পল্লবী মৃত্যু এখনও পর্যন্ত বেশ রহস্য জনক। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী বিগত বেশকিছু দিন ধরেই পল্লবী গড়ফার ফ্লাটে তাঁর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর সাথে থাকছিলেন। জানা গেছে গতকাল তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। রবিবার সকালে বাইরে থেক ফিরে এসে সাগ্নিক দেখেন ফ্লাটের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাধ্য হয়ে দরজা ভেঙে ঘরে ঢুকতেই তিনি দেখেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন পল্লবী। এরপর পুলিশ এসে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠায়।