টেলিভিশনের পর্দায় এখন একের পর এক সিরিয়ালের (Bengali Serial) মেলা। আর সেইসব নতুন নতুন সিরিয়ালের হাত ধরে ফিরে আসছেন পুরনো অভিনেতা অভিনেত্রীরা।এমনিতে বছর বছর কত সিরিয়াল যায় আর আসে। তারই মধ্যে এমন কিছু সিরিয়াল থেকে যায় যা শেষ হয়ে গেলেও তার চরিত্রদের ভুলতে পারেন না দর্শক। স্টার জলসার পর্দার সম্প্রচারিত এমনই একটি জনপ্রিয় সিরিয়াল ছিল ‘মন ফাগুন’ (Monphagun)।
এই সিরিয়ালের নায়ক ঋষিরাজ (Rishiraj) এবং নায়িকা প্রিয়দর্শিনীর (Priyadarshini) দুর্দান্ত কেমিস্ট্রি মন ছুঁয়েছিল দর্শকদের। সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল এই সিরিয়াল। তাই অসময়ে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের। সেই থেকেই মন ফাগুন ভক্তরা বারবার দাবি জানিয়ে আসছিলেন পর্দায় আবার ফেরানো হোক ঋষি পিহু জুটিকে।
তাইটেলিভিশনের পর্দায় আরও একবার পছন্দের ‘পিহুরাজ’ জুটির ম্যাজিক দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। এবার শোনা যাচ্ছে দর্শকদের দাবি মেনে খুব তাড়াতাড়ি টিভির পর্দায় কামব্যাক (Comeback) করতে চলেছে সিরিয়ালপ্রেমী দর্শকদের পছন্দের জুটি ঋষি পিহু অভিনেতা শন ব্যানার্জি (Sean Banerjee) এবং সৃজলা গুহ (Srijla Guha)। আগেই বলেছি বাংলা টেলিভিশনের পর্দায় এখন সিরিয়ালের মেলা।
শোনা যাচ্ছে খুব শিগগিরই স্টার জলসায় আসতে চলেছে আরো একটি নতুন সিরিয়াল (New Serial)’মন দিতে চাই’ (Mon Dite Chai)। শোনা যাচ্ছে এই ধারাবাহিকটি হতে চলেছ মনফাগুন সিরিয়ালের মতই। অর্থাৎ খুব শিগগিরই টিভির পর্দায় আসছে মন ফাগুন ২, তাই নতুন করে আশায় বুক বাঁধছেন ‘পিহুরাজ’ ভক্তরা। নতুন সিরিয়ালে আরো একবার জুটি বাঁধতে চলেছে শন-সৃজলা।
যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো খবর মেলেনি। প্রসঙ্গত মনফাগুন শেষ হওয়ার পর এখনও পর্যন্ত নতুন কোনো সিরিয়ালে ফেরেননি শন এবং সৃজলা কেউই। তবে সদ্য জানা গিয়েছে ছোটপর্দার রানীমা অর্থাৎ দিতিপ্রিয়ার সাথে নিজের আসন্ন সিনেমার শুটিংয়ের জন্য খুব তাড়াতাড়ি লন্ডন যাচ্ছেন শন।