• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় ঘোষণা SBI এর, প্রবীণ নাগরিকদের জন্য বাড়ল ফিক্সড ডিপোজিটে সুদের হার

Published on:

কমতে থাকা সুদের বাজারে বড়সড় ঘোষণা করল দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এবছর করোনা মহামারীর জেরে এক অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে দেশের অর্থনীতিতে। যার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্কে। যার জেরে চলতি বছরে কমেছে ব্যাংকার সঞ্চয়ী প্রকল্পের সুদের হার (Interest Rate)।

দেশের প্রবীণ নাগরিকদের একটা বড় অংশ তাদের জমানো টাকা ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন। আর সেই সুদের টাকাই তাদের সম্বল। কিন্তু লকডাউনের পরে দেশের অর্থিনীতি ক্ষতিগ্রস্ত হবার ফলে,  সেই সুদ দিনে দিনে কমে তলানিতে ঠেকেছে। এবার এই প্রবীণ নাগরিকদের (Senior Citizen) জন্য বড়সড় ঘোষণা করল দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক এসবিআই।

এসবিআই তাদের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম ‘উইকেয়ার’ মেয়াদ বাড়িয়ে এবছরের ৩১ শে ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ শে ডিসেম্বর করে দিল। এই নিয়ে দ্বিতীয়বার এই স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমেরে মেয়াদড়ানো হল। এসবিআই তাদের বাকি সমস্ত সঞ্চয়ী প্রকল্পে সুদ কমিয়ে দিলে প্রবীণ গ্রাহকদের কথা ভেবে এই প্রকল্প চালু করেছিল। এই স্কিমে ৫ বছর বা তার বেশি সময়ের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ০.৫০% সুদ বেশি পাবেন প্রবীণ গ্রাহকেরা।

এই স্কিমে ৬০ বছর বা তার বেশি বয়সের যে কোনো ব্যক্তি টাকা জমা রাখতে পারেন। নূন্যতম ৫ বছরের জন্য রাখতে হবে টাকা। সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত রাখা যাবে এই স্কিমে। প্রথমে এই বছরের সেপ্টেম্বর মাস অবধি থাকার কথা ছিল এই স্কিমটি। এরপর সেটার মেয়াদ বাড়িয়ে ৩১ শে ডিসেম্বর ২০২০ করে দেওয়া হয়। এখন সেই মেয়াদ পুনরায় বাড়িয়ে ৩১ শে ডিসেম্বর ২০২০ করে দেওয়া হল। স্বাভাবিকভাবেই এই স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় খুশি স্টেট ব্যাঙ্কের প্রবীণ গ্রাহকেরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥