• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লেডি পুলিশদের ‘দাবাং ডান্স’! ভিডিও দেখে মুগ্ধ অভিনেত্রী সায়নী ঘোষ থেকে আমজনতা

Published on:

Saayoni ghosh shares lady dubung video

সোশ্যাল মিডিয়াতে (Social Media) এমন অনেক কিছুই চোখে পরে যা দেখবার মত। ছবি থেকে শুরু করে ভিডিও কতকিছুই রয়েছে সোশ্যাল মিডিয়াতে জাদেখে অনেকটাই সময় কেটে যায় আট থেকে আশি সকলের। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি সকলেই সোশ্যাল মিডিয়া আসক্ত। আসলে সারাদিনের নানা কাজের ফাঁকে টাইমপাসের সবচাইতে সহজ উপায় এই সোশ্যাল মিডিয়াই।

নানা মজাদার ঘটনা থেকে শুরু করে আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হওয়া যায় এই সোশ্যাল মিডিয়ায় দৌলতেই। হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) দেখতে পাওয়া যায় যেখানে নাচ গান থেকে শুরু করে অজস্র জিনিস থাকে দেখবার মত। ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়োবুড়িদের নাচ গানের ভিডিও দেখে মন ভরে যায়।

Sayoni Ghosh shares dabang dance video of lady police oficers,সায়নী ঘোষ,দাবাং,দাবাং ডান্স,মহিলা পুলিশ,Lady Police,Lady Police Dance,Dabang Dance,Dabanga,Saayoni Ghosh

এমনই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়তে দেখা গিয়েছে। ভিডিওতে বেশ কিছু মহিলা পুলিশদের নাচতে দেখা যাচ্ছে। তাও আবার সালমান খানের দাবাং (Dabang) সিনেমার ‘হুড হুড দাবাং’ গানে।  ঠিক যেমন সালমান খান কোমরের বেল্ট ধরে নাচছিলেন তেমন করেই নাচতে দেখা যাচ্ছে বেশ কিছু মহিলা পুলিশ অফিসারদের।

মজাদার এই ভিডিওটি টুইটারে শেয়ার করা হলে ভাইরাল হয়ে পড়ে। হাজারো  দর্শকেরা এই বিদেশি দেখেন,  তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী সায়নী ঘোষও (Saayoni Ghosh)। এই ভিডিওটি তার দিন ভালো করে দিয়েছে তাই  ভিডিওটি নিজের অফিসিয়াল টুইটার দিয়ে শেয়ারও করেছেন অভিনেত্রী।

ভিডিওটি অভিনেত্রী সায়নীর শেয়ার হবার পরে আরো  দর্শকসংখ্যা বেড়ে যায়। বেশ কয়েকহাজার মানুষ ভিডিওটি দেখেন ও লেডি দাবাংদের নাচের প্রশংসা করেন। প্রসঙ্গত, দাবাং সিনেমায় সালমান খান ও সোনাক্ষী সিনহাকে দেখা গিয়েছিল। ছবিটি এতটাই সফল হয় যে পরপর তিনটি পার্ট রিলিজ হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥