গত বছরের শেষ থেকে শুরু করে একেরপর এক বিয়ে হয়েই চলেছে টলিপাড়ায়। গতমাসে অর্থাৎ ফ্রেবুয়ারী মাসেও একাধিক বিয়ের ফুল ফুটেছে টলিপাড়ায়। বিখ্যাত সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী নীল-তৃণা, থেকে শুরু করে ওম-মিমি, এরপর গায়িকা ইমনের সাথে নীলাঞ্জন দুই এক্কে এক হয়েছেন পরপর। আর এই সব সেলেব বিয়ের মাঝেই বিয়ে করেছিলেন আরেক সিরিয়াল অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত (Sayantani Sengupta)। দীর্ঘদিন ধরেই অভিনেতা ইন্দ্রনীল মালিকের (Indranil Mullick) সাথে প্রেমের সম্পর্ক রয়েছে সায়ন্তনীর। শেষে দীর্ঘদিনের ভালোবাসাকে ভালোবাসার দিন ১৪ই ফেব্রুয়ারি তারিখেই বিবাহ বন্ধনে পরিণতি দিলেন দুজনে।
বিয়ের আগে অভিনেত্রীর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল। আইবুড়ো ভাতে একেবারে পঞ্চব্যঞ্জন সাজিয়ে এলাহী খাবারের আয়োজন হয়েছিল। এই গোটাটাই হয়েছিল অভিনেত্রীর বান্ধবী শ্রীতমা ও বাকিরা মিলে। আইবুড়ো ভাতের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন গীত রায়। যা শেয়ার হবার পরেই ব্যাপক ভাইরাল হয়েছিল। এরপর সায়ন্তনী ও ইন্দ্রনীলের বিয়ের দিনও ছিল একেবারে চাঁদের হাট। শ্রুতি দাস (Shruti Das), ঊষসী রায় (Ushashi Roy), শ্রীতমা রায়চৌধুরী উপস্থিত ছিলেন বিয়েতে।
বাংলা সিরিয়ালের অভিনেত্রী হিসাবে সায়ন্তনী কিন্তু বেশ জনপ্রিয়। একাধিক সিরিয়ালের অভিনয় করতে দেখা গিয়েছে সায়ান্তনীকে। অবশ্য সিরিয়ালে মূলত নেগেটিভ চরিত্রেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। জয়ী থেকে ক্ষীরের পুতুল সিরিয়ালে খলচরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে খোল চরিত্রে হলেও অভিনেত্রী দুর্দান্ত অভিনয়ের কারণে কিন্তু দারুন জনপ্রিয় সায়ন্তনী। অন্যদিকে ইন্দ্রনীলও কিছু কম যায় না। একসময় ‘ভাষা’ নামের সিরিয়ালে মূল চরিত্রেই দেখে গিয়েছিল অভিনেতাকে। সেই সিরিয়ালে অভিনয় করেন ব্যাপক জনপ্রিয় হন ইন্দ্রনীল।
ইতিমধ্যেই বিয়ের একমাস পেরিয়ে গেছে। কেমন আছেন সায়ন্তনী আর ইন্দ্রনীল? এবার একটি ভিডিও শেয়ার করে জানালেন নিজেদের অবস্থা। অবশ্য ভিডিওটি আসলে একটি রিল ভিডিও অর্থাৎ মজার চলেই বানানো ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে গান ধরেছেন ইন্দ্রনীল, ‘হর পল মেরি ইয়াদ তুমহে তারপায়েগি’। কিন্তু মুশকিল হল গানের মাঝেই গান ধরছিলেন সায়ন্তনী। এতেই বেজায় রেগে গেল ইন্দ্রনীল, রাগের বসে থাপ্পড় মেরে বলল, মাঝখানে কথা বলবে না একদম’। এরপর ফের গান গাইতে লাগল সে।
মজার এই ভিডিওটি সায়ন্তনী নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘প্যার কা ঝাটকা’। ভিডিওটি শেয়ার হবার পর থেকেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। টেলিভিশন অভিনেত্রী উষসী রায় ভিডিওটি দেখে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘বোঝো এতো বোরো সাহস!’ যার প্রত্যুত্তরে সায়ান্তনী বলেছেন, ‘ভাব উসু তাহলে আমার কি অবস্থা’।
View this post on Instagram