• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জল্পনাই সত্যি! খড়কুটোর চিনি অভিনেত্রী প্রিয়াঙ্কার সাথে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন সায়ন্ত 

টেলি পাড়ার জোর গুঞ্জন খড়কুটো (Khorkuto)সিরিয়ালের অর্জুন অভিনেতা সায়ন্ত মোদক (Sayanta Modak) এবং চিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra) প্রেম করছেন। ইদানিং চুটিয়ে প্রেম করছেন এই জুটি। সিরিয়ালের সেট থেকেই আলাপ হয়েছিল তাদের। সেই বন্ধুত্ব এখন পরিণত হয়েছে বিশেষ সম্পর্কে। প্রসঙ্গত খড়কুটো সিরিয়ালে অর্জুন (Arjun) অভিনেতা সায়ন্ত আসলে চিনি (Chini) অভিনেত্রী প্রিয়াঙ্কার খুড়তুতো বোন সাজির (Saji) হবু বর।

তাই সেদিক দিয়ে দেখতে গেলে বাস্তবে দিদির সাথে প্রেম করলেও সিরিয়ালে বোনের সাথে বিয়ে করতে চলেছেন অর্জুন। ইদানিং প্রিয়াঙ্কা আর সায়ন্তকে মাঝে মধ্যে শহরের রাস্তায় বাইকে করে ঘুরে বেড়ানো থেকে শুরু করে প্রেম সবটাই খুল্লামখুল্লা করতে দেখা যাচ্ছে। সেই সাথে রয়েছে সোশ্যাল মিডিয়া ইঙ্গিত পূর্ণ ক্যাপশন লিখে ঘনিষ্ঠ ছবি দেওয়া।

   

খড়কুটো,Khorkuto,প্রিয়াঙ্কা মিত্র,Priyanka Mitraসায়ন্ত মোদক,Sayanta Modak,অর্জুন,Arjun,চিনি,Chini,সাজি,Saji

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়  প্রিয়াঙ্কার সাথে এমন একটি ঘনিষ্ঠ ছবি দিয়ে সায়ন্ত লিখেছিলেন ‘কখনো কখনো আমি শুধু তোমার কথা ভাবি। জুন মাসের গভীর রাতে গরম তাপপ্রবাহ আমাকে ভুল পথে নিয়ে যায়। এর থেকে বেশি খুশি তোমাকে এখন খুশি করতে পারব না’। এরপরেই তাদের প্রেমের গুঞ্জনের খবরে ছয়লাপ হয়ে যায় সর্বত্র। সায়ন্ত আর প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন এর খবরে, সম্প্রতি এ বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলায় মুখ খুলেছিলেন অভিনেতা নিজেই।

খড়কুটো,Khorkuto,প্রিয়াঙ্কা মিত্র,Priyanka Mitraসায়ন্ত মোদক,Sayanta Modak,অর্জুন,Arjun,চিনি,Chini,সাজি,Saji

কথায় আছে যা রটে তার কিছু তো বটে। খানিকটা এই সুরেই  অভিনেতা জানিয়েছেন তিনি এখন সত্যিটাও বলবেন না আবার মিথ্যাও  বলবেন। তাই এখনই সম্পর্কে সিলমোহর না দিলেও তিনি জানিয়েছেন ‘কিছুটা সত্যি আছেই।’ অভিনেতা জানিয়েছেন তাদের অনেক আগে থেকেই চেনাশোনা ছিল। ৩ বছর ধরে তাদের বন্ধুত্ব। অভিনেতা তার অনেক ভালোলাগা খারাপ লাগা শেয়ার করতেন প্রিয়াঙ্কার সাথে।

খড়কুটো,Khorkuto,প্রিয়াঙ্কা মিত্র,Priyanka Mitraসায়ন্ত মোদক,Sayanta Modak,অর্জুন,Arjun,চিনি,Chini,সাজি,Saji

সম্পর্কের  সত্যতা একপ্রকার স্বীকার করে নিয়েই অভিনেতা জানিয়েছেন সবাই যা আঁচ করছেন,তার কিছুটা হলেও  এগিয়েছে। তবে  এখনই অফিসিয়ালি কিছু ঘোষণা না করলেও অভিনেতা জানিয়েছেন কিছুদিনের মধ্যেই ব্যাপারটা তারা দুজনেই অফিসিয়াললি  ঘোষণা করবেন। প্রেম করছেন কিনা জানতে চাওয়া হলে হাসিমুখেই সায়ন্ত জানিয়েছেন ‘হ্যাঁ, মানে কিছুদিন ধরে ব্যাপারটা এগিয়েছে’।

খড়কুটো,Khorkuto,প্রিয়াঙ্কা মিত্র,Priyanka Mitraসায়ন্ত মোদক,Sayanta Modak,অর্জুন,Arjun,চিনি,Chini,সাজি,Saji

তবে বাড়ির কেউ এখনও  সেভাবে জানে না। অভিনেতার কোথায় সবাই বাকিদের মতোই ব্যাপারটা আঁচ  করতে পারছেন এই যা। প্রসঙ্গত সায়ন্তর হাতে কিন্তু ঠাসা কাজ। খড়কুটো সিরিয়ালের অর্জুন ছাড়াও তাকে দেখা যাচ্ছে নতুন সিরিয়াল এক্কা দোক্কার একটি বিশেষ চরিত্রে।  এই সিরিয়ালে সে রাধিকার ওয়ান সাইড লাভার। এছাড়া তাকে দেখাই আছে নয়নতারা ধারাবাহিকেও। শুধু তাই নয় দিনভর শুটিংয়ের ব্যস্ততা তো আছেই সেই সাথে রয়েছে ইউটিউব চ্যানেল। এসবের মাঝেই সুযোগ পেলেই তিনি প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন লং ড্রাইভে।