• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘যাদবপুরের ডন’ সায়নী ঘোষের বাবা! দিদি নং ১-এ নিজেই জানালেন অভিনেত্রী, রইল ভিডিও

Published on:

Sayani Ghosh with father in Didi No 1

মানুষের বিনোদনের সেরা মাধ্যম হিসাবে আজ সিনেমা বাদে সর্বক্ষণের সঙ্গী টেলিভিশন। আর বাঙালি দর্শকদের কাছে বেশ প্রিয় টিভি রিয়্যালিটি শো দিদি নং ১। অভিনেত্রী রচনা ব্যানার্জীর (Rachana Banerjee) সঞ্চালনায় এক দশকেরও বেশি সময় ধরে সমান জনপ্রিয় দিদি নং ১। বহু তারকা থেকে সাধারণ মানুষেরা দিদি নং ১ এর মঞ্চে এসেছেন। অভিনেত্রী সায়নী ঘোষকেও দেখা গিয়েছিল দিদি নং ১ এর মঞ্চে।

সম্প্রতি সায়নী ঘোষের (Sayani Ghosh) সাথে দিদি নং ১ এর পর্বের একটি পুরোনো ভিডিও ক্লিপ বেশ ভাইরাল হয়ে পড়েছে। যেখানে বাবা সমর ঘোষের (Samar Ghosh) সাথে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। খেলার পাশাপাশি জমজমাট আড্ডা হয়েছিল সেই পর্বে। যেখানে অভিনেত্রীর বাবাকে খানিকটা বাপ্পি লাহিড়ী স্টাইলে দেখা গিয়েছিল। চোখে সানগ্লাস, গলায় সোনার চেন পরে।

Sayani Ghosh,Didi No 1,Samar Ghosh,Rachana Banerjee,সায়নী ঘোষ,সমর ঘোষ,দিদি নং ১,রচনা ব্যানার্জী,ভাইরাল ভিডিও,দিদি নং ১ ভিডিও

সায়নী ঘোষের মতে, ‘আমি চোখ খোলা থেকেই বাবাকে এমন সানগ্লাস পরে দেখছি’। এরপর কথায় কথায় নিজের বাবার প্রেম থেকেই বিয়ের গল্পটাও সেরে ফেলেন অভিনেত্রী। সায়নী জানান, তাঁর বাবা প্রথমে একটি পানের দোকান চালাতেন। সেখান থেকেই প্রেম শুরু হয় মায়ের সাথে। অবশ্য এখানেই শেষ নয়, আরও অনেক কথা জানা গিয়েছে এই পর্বে।

Sayani Ghosh,Didi No 1,Samar Ghosh,Rachana Banerjee,সায়নী ঘোষ,সমর ঘোষ,দিদি নং ১,রচনা ব্যানার্জী,ভাইরাল ভিডিও,দিদি নং ১ ভিডিও

এরপর রচনা ব্যানার্জী সায়নীর বাবাকে মেয়ের অভিনয় করা নিয়ে মায়ের কি মতাম ছিল? যার উত্তরে তিনি জানান, ‘ওটা ওদের মা মেয়ের বোঝাপড়া আমি আর কি বলবো। তাছাড়া আজকালকার মেয়ে, রাগ হলে কখন বেরিয়ে যাবে। আমি কিছুই বলি না। মাঝে মেয়ে ২ বছরের জন্য বাড়ি থেকেই চলে গিয়েছিল’। তারপরেই সায়নী জানান, সেই সময় বাবার সাথে কথাটাও হত না ঠিক করে। শুধু একবার ঘড়ি পাঠিয়ে ছিলেন যাতে লেখাছিল, তোমার শুভ সময় আসুক।

এছাড়াও আরও জানা যায়, সময় বাবুর কন্সট্রাকশনের ব্যবসা রয়েছে। সেই ব্যবসার থেকে বর্তমানের সমস্ত বাড়ি-গাড়ি করেছেন তিনি। সায়নী বলেন, বাবা আমায় কথায় কথায় বলে তুমি কি করলে, আমায় দেখ আমার কত জমি-বাড়ি! দিদি নং ১ এর এই পর্বের সায়নী, সমরবাবু ও রচনা ব্যানার্জীর কথোপকথনের ভিডিওটি চ্যানেলের পেজে শেয়ার করা হয়েছিল। সেই ভিডিওই বর্তমানে বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥