সত্যজিৎ রায় (Satyajit Ray) এক এবং অদ্বিতীয়। তাঁর বিকল্প না কোনোদিন ছিল আর না কোনদিন হবে। বিশ্ববরেণ্য এই পরিচালক বাঙালির গর্ব। তাই মৃত্যুর এত বছর পরেও কিংবদন্তি এই শিল্প জীবিত তার অসামান্য সব শিল্প কর্মের মধ্যেই। আগামী ১৩ মে মুক্তি পেতে চলেছে পরিচালক অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত সিনেমা ‘অপরাজিত’ (Aparajito)।
প্রসঙ্গত এই সিনেমাটি কিন্তু সত্যজিৎ রায়ের জীবনী নয়। কিংবদন্তী পরিচালকের কালজয়ী সৃষ্টি ‘পথের পাঁচালি’ তৈরির কিছু নেপথ্য কাহিনীই ফুটিয়ে তোলা হবে এই ছবিতে। ছবিতে সত্যজিৎ রায়ের নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় টেলিভিশন অভিনেতা জিতু কমলকে। আগেই প্রকাশ্যে আনা হয়েছে সত্যজিৎ রায়ের চরিত্রে জীতু কমলের (Jeetu Kamal) ফার্স্ট লুক।
হুবহু সত্যজিৎ রায়ের মতো দেখতে সেই লুক দেখে চমকে উঠছিলেন সকলে। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে পড়ে গিয়েছিল ব্যাপক শোরগোল। আর গতকাল অর্থাৎ শুক্রবাররেই প্রকাশ্যে এল এই সিনেমার নায়িকার ফার্স্ট লুক। অনীক দত্তের এই সিনেমায় জীতু কমলের বীপরীতে সত্যজিৎ রায় তথা অপরাজিত রায়ের স্ত্রী বিমলার (Bimala) ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh)।
প্রসঙ্গত রাজনীতিতে যোগ দেওয়ার পর এই প্রথম আবার অভিনয়ে ফিরছেন সায়নী। গতকাল আসন্ন সিনেমার বিমলা চরিত্রের প্রথম লুকের সাদাকালো চারটি ছবি শেয়ার করে সায়নী লিখেছেন ‘বিমলার প্রথম লুক। ১৩ মে সপরিবারে দেখুন অপরাজিত।’ সায়নীর শেয়ার করা ছবি দেখেই বোঝা যাচ্ছে সে যুগেও বেশ আধুনিক নারী ছিলেন সত্যজিৎ রায়ের স্ত্রী বিমলা।
সায়নীর শেয়ার করা বিমলা চরিত্রের ফার্স্ট লুকে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে চাওড়া পাড়ের তাঁতের এবং সিল্কের শাড়ি, আলগা করে বাঁধা হাতখোপা। এছাড়া কখনও গলায় পরেছেন সরু চেন ছোটো চাপা কানের,অল্প দুএকটা চুড়ি। আবার একটি ছবিতে দেখা যাচ্ছে শাড়ির ওপরের চাপিয়েছেন শীতকালীন কোট। আর মাথায় কায়দা করে দেওয়া সানগ্লাস। অভিনেত্রীর এই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram