• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাংলা সিনেমাকে বাঁচান!’ টলিপাড়ার কলাকুশলীদের হয়ে কাতর আর্তি জানালেন সুমিত গাঙ্গুলী

জীবনে বেঁচে থাকার জন্য সব কিছুর মত কিছুটা বিনোদনেরও প্রয়োজন রয়েছে। আর বাংলীদের এই বিনোদনের খিদে দশকের পর দশক ধরে মিটিয়ে আসছে টলিউড (Tollywood)। বাংলা সিনেমা থেকে শুরু করে সিরিয়াল সব মিলিয়েদর্শকদের ভরপুর বিনোদনের ব্যবস্থা করেছে টলিউড। আর এই টলিউডের দৈলতে  বহু অভিনেতা অভিনেত্রীরা যেমন কাজ পেয়েছেন তেমনি দর্শকের ভালোবাসা পেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন।

শুধুই যে নায়ক নায়িকারা তা কিন্তু নয়। এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করেও সিনেমার দৃশ্যগুলিকে আরও প্রাণবন্ত করে তুলতে সাহায্য করেছে। তাছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি (Bengali Film Industry) একটা বিশাল সমুদ্রের মত যেটাকে আঁকড়ে ধরে হাজারো মানুষ বেঁচে আছেন। সিনেমা বা টিভির পর্দায় যেগুলো আমরা দেখতে পাই সেটাকে ফুটিয়ে তোলার জন্য অনেক মানুষ ক্যামেরার পিছন থেকে কাজ করেন।

   

Save Bengali Film Industry says actor Sumit Ganguly,সুমিত গাঙ্গুলী,টলিউড,বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি,Tollywood,Bengali Film Industry,Sumit Ganguly,Bengali Actor

দর্শকদের বিনোদনের চাহিদা মেটানো এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এখন শোচনীয় অবস্থা। কেন একথা বলছি? কারণ গতবছর থেকে করোনা ভাইরাসের প্রকোপে দেশের কোটি কোটি মানুষের মত বেকার হয়ে পড়েছে টলিপাড়ার হাজারো মানুষ। অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীরা ও টেকনিশিয়ানরা দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন। জীবিকার তাগিদে যে  টলিউডকে আঁকড়ে ধরেছিলেন তারা সেই টলিপাড়া অচল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। বর্তমানে পরিস্থিতি খানিক স্বাভাবিক হলেও খুব একটা উন্নতি হয়েছে তা বলা যায় না।

শ্রীকান্ত মান্না Srikanta Manna actor selling fish

লকডাউনের সময় শুটিংয়ের সমস্ত কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম অর্থকষ্টের (Money Problem) মধ্যে দিয়ে যেতে হয়েছে একাধিক অভিনেতা অভিনেত্রীদের, যাদের পেশা অভিনয়ই। অনেকে টাকার অভাবে বাধ্য হয়েছেন অন্য জীবিকার খোঁজ করতে। এমন দুই অভিনেতার খোঁজ ইতিমধ্যেই মিলেছে যারা টাকার অভাবে সংসার চালাতে মাছ  বিক্রি শুরু করেছেন। ভালো করে খোঁজ নিলে হয়তো এমন উদাহরণ মিলবে আরও অনেক।

সুমিত গাঙ্গুলী Sumit Ganguly

এবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই চিন্তনীয় দিকটি নিয়ে সরব হয়েছেন অভিনেতা সুমিত গাঙ্গুলী (Sumit Ganguly)। সুমিত গাঙ্গুলিকে আমরা মূলত ভিলেন বা খলনায়ক হিসাবেই চিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ‘বাংলা সিনেমাকে বাঁচান’ এমনই একটি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে অভিনেতা বলেছেন, ‘১৬ মাস যাবৎ বন্ধ! আমাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে প্রচুর নায়ক নায়িকা ও পরিচালক MPL অথবা MP হয়েছে। অথচ আমাদের এই সিনেমা হলের এই করুণ অবস্থার সময় সরকারকে কিছু বলছেন না’।

সুমিত গাঙ্গুলী Sumiit Ganguly on Save Bengali Film Industry

এরপর পোস্টে আরো লেখা রয়েছে, ‘দয়া করে চুপচাপ থাকবেন না। আমাদের হয়ে কিছু বলুন’। লেখার শেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন অভিনেতা। সাহায্যের আর্তি জানিয়ে দেওয়া এই বার্তাটি ছবির মাধ্যমে নিজের ফেসবুকে শেয়ার করেছেন অভিনেতা। সাথে আবেদন করেছেন দর্শকদের কাছে যাতে এটা শেয়ার করেন ও কটূক্তির থেকে দূরে থাকেন। ইতিমধ্যেই অভিনেতার পোস্টের সমর্থনে একাধিন নেটিজেনরা সহমত হয়ে মন্তব্য করেছেন।

site