• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বদরবারে উজ্জ্বল ভারতীয় সিনেমা! কিংবদন্তি সত্যজিৎ রায়ের এই ৮ সিনেমা আজও সেরা বাঙালির কাছে

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত উজ্জ্বল এক তারকা হলেন সত্যজিৎ রায় (Satyajit Ray)। তিনি নিজের কাজের মাধ্যমে বাংলার সহ সমগ্র ভারতের তো বটেই, গোটা বিশ্বের একাধিক চলচ্চিত্রকারকে উদ্বুদ্ধ করেছেন। সত্যজিতের কাজ দেখে অনেকেই পরিচালক হওয়ার স্বপ্ন দেখতেও শুরু করেন। নিজের সুদীর্ঘ কেরিয়ারে একাধিক আইকনিক ছবি তৈরি করেছেন তিনি। সেই ছবিগুলি (Film) বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক একটি  সম্পদ। আজকের প্রতিবেদনে পরিচালকের তৈরি এমনই ৮টি আইকনিক ছবির নাম তুলে ধরা হল, যেগুলি না দেখে থাকলে আজই দেখে নিন।

পথের পাঁচালী (Pather Panchali)– বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই ছবিটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। অপু-দুর্গার কাহিনী মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় একটি দরিদ্র বাঙালি পরিবারের ভাই-বোনের কাহিনী অত্যন্ত নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক।

   

Pather Panchali

অপরাজিত (Aparajito)- ‘অপু ট্রিলজি’র দ্বিতীয় সিনেমা হল ‘অপরাজিত’। ছোট্ট অপুর কিশোরবেলার কাহিনী এবং কলেজ জীবন এই ছবিতে দেখা দেখানো হয়েছে। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা ১১টি আন্তর্জাতিক পুরস্কারও জিতেছিল।

Aparajito

অপুর সংসার (Apur Sansar)- সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’র শেষ ছবি হল ‘অপুর সংসার’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ ছবিটির ওপর ভিত্তি করে এই সিনেমা তৈরি করেছিলেন পরিচালক। ১৯৫৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে নামভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর।

Apur Sansar

তিন কন্যা (Teen Kanya)- রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, ‘মণিহার’, ‘পোস্টমাস্টার’ এবং ‘সমাপ্তি’- একত্রে সংকলন করে ‘তিন কন্যা’ ছবিটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। ১৯৬১ সাল মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন সহ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক নামী তারকা।

Teen Kanya

চারুলতা (Charulata)- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘নষ্টনীড়’এর ওপর ভিত্তি করে এই ছবিটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। একজন কাজ পাগল সংবাদপত্র সম্পাদক, তাঁর স্ত্রী এবং ভাইয়ের কাহিনী দর্শিত হয়েছিল এই সিনেমায়।

charulata

নায়ক (Nayak)– ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা সত্যজিৎ রায়ের কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য একটি ছবি। এই সিনেমায় ‘মহানায়ক’ উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুরের অভিনয় দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। এই দুই তারকার পাশাপাশি, বীরেশ্বর সেন, নির্মল ঘোষের মতো তারকারাও অভিনয় করেছিল ‘নায়ক’এ।

Nayak, Nayak Bengali movie

হীরক রাজার দেশে (Heerak Rajar Deshe)- আইকনিক ‘গুপী গাইন বাঘা বাইন’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা এটি। ১৯৮০ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল ‘হীরক রাজার দেশে’। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই আইকনিক ছবির কথা এখনও প্রায়ই সিনেপ্রেমী মানুষদের মুখে শোনা যায়।

Heerak Rajar Deshe

সোনার কেল্লা (Sonar Kella)- সত্যজিৎ রায়ের কেরিয়ারের অত্যন্ত উল্লেখযোগ্য একটি সিনেমা হল ‘সোনার কেল্লা’। এক জাতিস্মর বালকের কাহিনী দেখানো হয়েছিল এই সিনেমায়।

Sonar Kella

অস্কারজয়ী পরিচালকের এই ছবির কাস্টিংও ছিল চোখধাঁধানো। সৌমিত্র চট্টোপাধ্যায়, কুশন চক্রবর্তী, সন্তোষ দত্তের মতো তারকাদের দেখা গিয়েছিল এই সিনেমায়।