টলিউডের পুরোনো দিনের প্রথমসারির অভিনেত্রী শতাব্দী রায় (Satabdi Roy)। একসময় প্রসেনজিৎ, অভিষেক চক্রবর্তীর মত অভিনেতাদের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেত্রী। সুপারহিট সব ছবিতে অভিনয়ের দৌলতে জনপ্রিয়তাও পেয়েছিলেন ব্যাপক। কিন্তু সে সব ছেড়ে মাঝে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন তিনি। তবে এবার আবারো অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শতাব্দী।
কিছুদিন আগেই রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী দেবশ্রী রায়। তাই টলিউডে অভিনয়ের সূত্রে জনপ্রিয় হওয়া তারপর তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়ে রাজনীতি। শেষে দীর্ঘদিন পর আবারো ফিরছেন পর্দায়। অনেকেই ভেবেছিলেন হয়তো টলিউডের হাত ধরে বা সিরিয়ালের হাত ধরেই ফিরবেন অভিনেত্রী। তবে বাংলা নয় সোজা হিন্দি জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন শতাব্দী।
দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় (Debaditya Banerjee) পরিচালিত হিন্দি ছবি ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল (The Jangipur Trial) ’ ছবিতে অভিনয় করছেন শতাব্দী। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে, জঙ্গিপুরেই চলছে কাজ। ছবির গল্প একটা কোর্টরুম ড্রামা, যেখানে পুরোনো আদালতকে চালু করা নিয়েই তৈরী হয়েছেকাহিনীটি। সেখানে আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন শতাব্দী।সাথে রয়েছেন জাভেদ জাফরি (Javed Jafrey), চিরাগ বোরা (Chirag Bohra) প্রমখরা।
দীর্ঘ সময় অভিনয় থেকে আলাদা থাকার পড়ার হটাৎই কামব্যাক শতাব্দীর। এপ্রসঙ্গে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, অভিনয় ছেড়ে দিয়েছিলাম, এই কথা কখনই বলব না’। আসলে ভালো চরিত্রের অপেক্ষায় ছিলেন তিনি। রাজনীতির সাথে যুক্ত থাকায় পার্লামেন্টের কাজ সামলে শুটিংয়ের জন্য ডেট বের করতে বেশ মুশকিল হত তাই ইন্টারেস্টিং চরিত্র না হলে কাজের ইচ্ছা ঠিক হচ্ছিল না। তবে এই ছবিটার গল্প শুনে রাজি হয়ে যাই।
প্রসঙ্গত, বছর পাঁচেক আগে বাংলাদেশের এক ছবিতে অভিনয় করেছিলেন শতাব্দী। তবে টলিউডের শেষ অভিনয় ‘দেবীপক্ষ’ ছবিতে। মোটমাট প্রায় ১০ বছর পর আবারো পর্দায় ফায়ার বেশ খুশি অভিনেত্রী। তবে আগে তুলনায় টেকনোলজি অনেকটাই পাল্টে গিয়েছে। সেটা বেশ উপভোগ করছেন, একথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। যেমনটা জানা যাচ্ছে, আগামী ২০-২১ তারিখ পর্যন্ত চলবে শুটিংয়ের কাজ। এরপর সাংসদীয় কাজে দিল্লি পারি দেবেন শতাব্দী।