• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার ‘বাহুবলী’ প্রভাস এবং দীপিকার ছবিতে অভিনয় করবেন শাশ্বত! তার মেয়ের জন্য উপহার পাঠালেন ‘মস্তানি’

saswata chatterjee,deepika padukone,prabhas,bollywood,দীপিকা পাডুকোন,প্রভাস,শাশ্বত চ্যাটার্জী,প্রজেক্ট কে

এই মুহুর্তে বাংলার অন্যতম ব্যস্ত অভিনেতাদের একজন শাশ্বত চ্যাটার্জি (Saswata chatterjee)। বিদ্যা বালান, সুশান্ত সিং রাজপুত সহ একাধিক নামী অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন শাশ্বত। আর এখন তো সুপারস্টারেদের সাথেও দেখা মিলবে তার। সদ্য বলি ক্যুইন কঙ্গনা রানাউত (Kangna Ranaut) এর ‘ধাকড়’ ছবিতে রিং মাস্টারের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।

তার চরিত্র ‘বব বিশ্বাস’ এখনও প্রশংসা পায়। এবার বাঙালি অভিনেতার মুকুটে জুড়তে চলেছে আরও একটা দামি পালক। ক্যুইনের পর এবার ‘বলিউড মস্তানি’ দীপিকা পাড়ুকোনের সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাংলার শবর দাশগুপ্ত। এবার বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা। রণবীর ঘরণীর ব্যবহারে মুগ্ধ শাশ্বত।

saswata chatterjee,deepika padukone,prabhas,bollywood,দীপিকা পাডুকোন,প্রভাস,শাশ্বত চ্যাটার্জী,প্রজেক্ট কে

এই মুহুর্তে কলকাতা টু মুম্বই যাতায়াতের মধ্যেই রয়েছেন অভনেতা৷ একদিকে বাংলা সিনেমার শ্যুটিং তো অন্যদিকে করণ জোহরের ছবির প্রচার এই নিয়ে এখন বেজায় ব্যস্ত শাশ্বত৷ এদিকে ইতিমধ্যেই তিনি শ্যুটিং শেষ করেছেন, তার বহুপ্রতীক্ষিত সিরিজ ‘শবরের’।

work good to stay in industry says Saswata Chatterjee in Interview

আর বলিউডে এখন তিনি রীতিমতো চর্চায়, বিদ্যা বালন, কঙ্গনা রানাউত, তাপসী পান্নু, অনিল কাপুর একের পর এক বলিউড তারকার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। তবে এবার শুধু দীপিকাই নয় দক্ষিণের সুপারস্টার প্রভাস, বিগবি অমিতাভ বচ্চনের সাথেও পর্দা ভাগ করবেন শাশ্বত। নিশ্চই এখন আন্দাজ করতে পারছেন, কোন ছবির কথা বলছি? নাগ অশ্বীন পরিচালিত ‘প্রজেক্ট কে’, ছবিতেই দীপিকা প্রভাস বিগবির সাথে দেখা মিলবে বাঙালি অভিনেতার।

Saswata Chatterjee শাশ্বত চট্টোপাধ্যায়

এই ছবি দিয়েই সাউথ ইন্ডাস্ট্রিতেও পসার জমাচ্ছেন শাশ্বত। এদিন অভিনেতা এক সাক্ষাৎকারে কাজের অভিজ্ঞতা শেয়ার করে জানান, তিনি যখন দীপিকাকে জানান তার মেয়ে অভিনেত্রীর মস্ত বড় ভক্ত, তা শুনেই নিজের ছবিতে সই করে শাশ্বতর মেয়ের জন্য উপহার পাঠিয়েছিলেন দীপিকা। যা পেয়ে আনন্দে আত্মহারা শাশ্বত কন্যা।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥