• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর সিরিয়াল করব না! রাতারাতি অভিনয় ছেড়ে দিলেন এই জনপ্রিয় টেলি অভিনেত্রী

Published on:

Dipika Kakkar,acting,retirement,Hindi serial actress,Hindi serial,serial,television,actress,television actress,Dipika Kakkar Ibrahim,entertainment,দীপিকা কক্কর,অভিনয়,অবসর,হিন্দি সিরিয়াল অভিনেত্রী,হিন্দি সিরিয়াল,সিরিয়াল,টেলিভিশন,অভিনেত্রী,টেলিভিশন অভিনেত্রী,দীপিকা কক্কর ইব্রাহিম,বিনোদন,Dipika Kakkar retirement,Dipika Kakkar Ibrahim retirement,দীপিকা কক্করের অবসর,দীপিকা কক্কর ইব্রাহিমের অবসর,Dipika Kakar,Dipika Kakar Ibrahim

বাংলা হোক বা হিন্দি (Hindi Serial)- সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। সিরিয়ালে অভিনয় করে কত অভিনেত্রী (Hindi Serial Actress) যে দর্শকদের ড্রয়িংরুমের অংশ হয়ে উঠেছেন তা গুনে শেষ করা যাবে না। টেলি দুনিয়ায় এমন শিল্পী রয়েছেন যারা পারিশ্রমিকের দিক থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির স্টারদের টেক্কা দেন। এমনই এক জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি অভিনয় (Acting) ছাড়ার কথা ঘোষণা করলেন।

সাফল্যের শীর্ষে থাকাকালীন অভিনয় দুনিয়া ছাড়ার সিদ্ধান্ত নেওয়া একেবারেই সহজ নয়। তবে সম্প্রতি এই সাহসী পদক্ষেপ নিয়েছেন হিন্দি টেলিভিশনের (Television) নামী অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakar)। দর্শকমহলে তাঁর পরিচিতি অবশ্য ‘সিমর’ নামেই বেশি। ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকে অভিনয় করে ভারতের প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। সম্প্রতি সেই দীপিকাই অভিনয় ছাড়ার কথা ঘোষণা করলেন।

Dipika Kakar, Dipika Kakar retirement

২০১৮ সালে ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকের নায়ক শোয়েবের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় প্রচুর অনুরাগী রয়েছে এই তারকাজুটির। মাঝেমধ্যেই সমাজমাধ্যমে নানান রকমের ভিডিও শেয়ার করতে দেখা যায় তাঁদের। শীঘ্রই শোয়েব-দীপিকার পরিবারে আসতে চলেছে খুদে সদস্য।

মা হওয়ার আগেই অভিনয় ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন দীপিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসর নেওয়া নিয়ে মুখ খোলেন ‘সসুরাল সিমর কা’ নায়িকা। তিনি বলেন, বাকি জীবনটা একজন মা এবং গৃহবধূর ভূমিকাই পালন করতে চান।

Dipika Kakar, Dipika Kakar retirement

সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘গর্ভাবস্থার এই সময়টা, প্রথম সন্তানকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতে আমার দারুণ লাগছে। আমি খুব উচ্ছ্বসিত। খুব কম বয়সে আমি কাজ করা শুরু করেছি। গত ১০-১৫ বছর ধরে একটানা কাজ করে যাচ্ছি। তবে গর্ভবতী হওয়ার পর শোয়েবকে জানিয়েছিলেন, আমি আর কাজ করতে চাই না। অভিনয় ছেড়ে গৃহবধূ এবং মায়ের ভূমিকা পালন করতে চাই’।

দীপিকার কথায়, তিনি সব সময় একজন গৃহবধূ হয়েই থাকতে চেয়েছেন। অভিনেত্রী হওয়াটা তাঁর কাছে ‘দুর্ঘটনা’ ছাড়া আর কিছুই নয়। তবে পর্দার সিমরের কথায়, এমনটা হয়ে অবশ্য ভালোই হয়েছে। তবে এবার পাকাপাকিভাবে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি। স্বামী, সন্তান নিয়ে সুখে সংসার করাই এখন একমাত্র প্রাধান্য দীপিকার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥