• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কালো অন্তর্বাস-গোলাপি হটপ্যান্টে উত্তাল নেচে নেট-পাড়ায় ঝড় তুললেম শর্মিষ্ঠা! নিমেষে ভাইরাল ভিডিও

রোজই তারকাদের নানান ছবি অথবা ভিডিও নিয়ে হইচই পড়ে যায় নেট পাড়ায়। রোজই ভাইরাল হয় তাদের কতশত ভিডিও। কেউ বা রান্না করে, কেউ বা হটকে সেজে, কেউবা গান গেয়ে, কেউবা নেচে মন জিতে নেয় দর্শকদের। তারকা হোক বা সাধারণ মানুষ কখন যে তারা ভাইরাল হয়ে যাবেন ধরতে পারবেন না।

https://www.instagram.com/p/CF6zbWiHWnh/

এবার ভাইরাল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্য্য। পরনে গোলাপি হটপ্যান্ট আর লাল অন্তর্বাসে হট অবতারে হিন্দি গানে নেচেছেন অভিনেত্রী। আর এই ভাবে ধরা দিতেই রাতারাতি নেটপাড়ায় ভাইরাল তিনি।

https://www.instagram.com/p/CFsNRUJn74g/

অনুরাগীদের খুশি রাখতে মাঝে মাঝেই নিজের ইন্সটা হ্যান্ডেলে নাচের ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ছোটপর্দায় বেশ পরিচিত মুখ শর্মিষ্ঠা আচার্য। রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম ধারাবাহিক দিয়ে তিনি জনপ্রিয়তা পান। ইন্সটাতে এক লক্ষেরও বেশি অনুরাগী তার। তবে পর্দার শর্মিষ্ঠা আর ইন্সটার শর্মিষ্ঠাকে কার্যত মেলাতে পারবেন না আমি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥