• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ রক্ষা হল না! একরত্তি শিশু কন্যাকে হারিয়ে শোকে পাথর সারেগামাপা খ্যাত কাবো

Published on:

Saregamapa fame Albert Kaboo Lepcha lost his baby girl

অ্যালবার্ট কাবো (Albert Kaboo), জি বাংলার জনপ্রিয় গানের রিয়ালিটি শো ‘সারেগামাপা’-এর (Sa Re Ga Ma Pa)মঞ্চ থেকেই বাংলা জোড়া পরিচিতি পেয়েছিলেন এই পাহাড়ি গায়ক। গত বছর সারেগামাপার বিজয়ী হতে না পারলেও কাবোর গান মন ছুঁয়ে গিয়েছিল সংগীতপ্রেমীদের। তাই তিনি বিজয়ী না হওয়াতে সোশ্যাল মিডিয়ার পাতায় গর্জে উঠেছিলেন তার অসংখ্য অনুরাগীরা। তবে গতকাল এই শিল্পী নিজেই  সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জল এনে দিয়েছেন সকলের চোখে।

বাবা মায়ের কোল খালি করে দিয়ে অনেক দূরে চলে গিয়েছে একরত্তি এভিলিন। এতটুকু দুধের শিশুকে হারিয়ে শোকে পাথর কাবো। এদিন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে মেয়ে কোলে নিয়ে একটি ছবি দিয়ে ক্যাপশনে কাবো লিখেছেন, ‘গল্পটা শেষ হলেও যাত্রাটা নয়। তুমি আমাদের জীবনের সবচেয়ে মিষ্টি গানটা গেয়েছো। আমাদের ধ্রুবতারা হয়ে থেকো তুমি। আর আমাদের পথ দেখিও। ওখানে ভালো থেকো। তোমার আত্মার শান্তি কামনা করি এভিলিন লেপচা।’

অ্যালবার্ট কাবো,Albert Kaboo,সারেগামাপা,Sa Re Ga Ma Pa,গান,Music,মেয়ে,Daughter,মৃত্যু,Death,শিশুকন্যা,Baby Girl

লেখার শেষে কাবো জুড়ে দিয়েছেন নিজের এবং স্ত্রী পূজার নাম। প্রসঙ্গত সারেগামাপা-এর মঞ্চে একটি  এপিসোডে নিজের কন্যা এবং স্ত্রীর সাথে নিজেই পরিচয় করিয়ে দিয়েছিলেন কাবো। স্বামীকে সাহস জোগাতে মেয়ে কোলে নিয়ে কাবোর স্ত্রী পূজা ছেত্রীকে দেখে সেসময় মন ভেঙেছিল কাবোর অসংখ্য মহিলা অনুরাগীদের।

সেই থেকেই রাতারাতি কাবোর পাশাপাশি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে গেছিলেন তার স্ত্রী এবং কন্যা। আর ভাবতেই অবাক লাগছে যে সেই একরত্তি দুধের শিশুই আজ আর পৃথিবীতে নেই। তাই  এমন একটা চরম সত্যি যেন মানতেই পারছেন না নেটিজেনরা।

অ্যালবার্ট কাবো,Albert Kaboo,সারেগামাপা,Sa Re Ga Ma Pa,গান,Music,মেয়ে,Daughter,মৃত্যু,Death,শিশুকন্যা,Baby Girl

প্রসঙ্গত আগের  এক সাক্ষাৎকারে কাবো একবার জানিয়েছিলেন কলকাতার নামী হাসপাতালেই নাকি তাঁরা  চিকিৎসা করিয়েছিলেন ছোট্ট এভিলিনের। কিন্তু শেষ রক্ষা আর হল না। এদিন কাবোর পোস্ট শেয়ার করে সমবেদনা জানিয়েছেন সঙ্গীতশিল্পী জোজো ৷ কমেন্ট সেকশনে সমবেদনা জানিয়েছেন নেটিজেনরাও।

এমনই একজন লিখেছেন ‘জানি না কী লেখা উচিত। এই শোকের স্বান্তনা হয় না। ভগবান তোমায় শক্তি দিক।’ আবার কেউ লিখেছেন ‘হে ইশ্বর। তুমি এত নিষ্ঠুর কেন। এত ছোট্ট একটা প্রাণকে কেন কেড়ে নিলে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥