• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়স সংখ্যা মাত্র! শাড়ি হোক বা ওয়েস্টার্ন সব পোশাকেই আজও নজর কাড়ছেন রচনা ব্যানার্জি

Published on:

বর্তমানে টলিউডের ‘দিদি নং ১’ রচনা বন্দ্যোপাধ্যায়। একের পর এক হিট ছবিতে অভিনয়ের পরেও এক সময়ে বড় পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী। টলিউড হোক বলিউড, সমান ভঙ্গিতে দাপটের সাথে অভিনয় করার পর বর্তমানে বাংলার দর্শকদের ড্রয়িংরুমে পৌঁছে গেছেন তিনি। তাঁর সাজ হোক বা উপস্থাপনা, সবেতেই রচনার জুড়ি মেলা ভার। বয়স যে শুধুই একটা সংখ্যা, তা নিজ জীবনে প্রমাণ করে দেখিয়েছেন রচনা।

ভক্তদের মনে রচনাকে নিয়ে একটাই প্রশ্ন, বয়সকে হারানোর কোন মন্ত্র জানেন রচনা বন্দ্যোপাধ্যায়? অভিনেত্রীর উত্তর একটাই, নিয়ম করে ডাবের জল পান। তাছাড়াও শরীরে রক্ত সঞ্চালন যথাযথ রাখার জন্য সারাদিনে প্রচুর জল পান করেন তিনি। ঘনিষ্ঠ মহলে সকলকে একই উপদেশ দেন রচনা। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে সোশ্যাল মিডিয়ার জগতে সমানভাবে উজ্জ্বল রচনা। ক্লোজআপ হোক বা লং, সবরকমের ফ্রেমেই নিজস্বতা ধরে রাখতে অভ্যস্ত রচনা।

 

View this post on Instagram

 

Sunday Funday #goodtimes #friends #myfirstreel

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee) on

রচনার গতবছরের ছবি তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের মনে দোলা দেওয়া সেইসব ছবিতে হটপ্যান্ট আর ক্রপটপে উষ্ণতা ছড়িয়েছিলেন রচনা। গার্ল গ্যাং-এর সঙ্গে রচনার সেই বিদেশ সফরে আজও মনে রেখেছে ভক্তকুল। অন্যদিকে রচনার ত্বকের জেল্লার কারণ জানতে মাঝেমধ্যেই রচনার ইন্সটা হ্যান্ডেলের ইনবক্সে ধর্ণা দেয় তামাম জনতা। রচনার বক্তব্য, সময় মেনে কাজ এবং কড়া ডায়েটের মেলবন্ধনেই বয়সকে থামিয়ে দিতে পেরেছেন তিনি!

 

View this post on Instagram

 

For a change?@flurysindia

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥