• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিঁদূর খেলতে গিয়েই বিধবা হলেন সর্বজয়া! নতুন প্রোমো দেখে হাড় হিম হয়ে এলো নেটিজেনদের

Published on:

Sarbojoya,সর্বজয়া,Deboshree Roy,দেবশ্রী রায়,দুর্গা পুজো,Sanjay,সঞ্জয়,Aroti,আরতি,Jharbati,ঝাড়বাতি,New Promo,নতুন প্রমো,New Twist,নতুন টুইস্ট

বাংলার মানুষের কাছে বিনোদনের অন্যতম অঙ্গ হল মেগা সিরিয়াল। সেই কবে থেকে মানুষের রোজকার জীবনের সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে মেগা সিরিয়াল। কর্মব্যস্ত জীবন থেকে পাওয়া ক্ষণিকের অবসর সময়ে স্ট্রেস বাস্টারের কাজ করে এই ধারাবাহিক গুলি। তাই পছন্দের তারকাদের টিভির পর্দায় দেখতে না পেলে মন খারাপ হয়ে যায় দর্শকদের।

কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের (Deboshree Roy) সিরিয়াল ‘সর্বজয়া’(Sarbajaya)। দীর্ঘ দশ বছর পর অভিনয় জগতে কামব্যাক করেছেন দেবশ্রী। আর একেবারে শুরু থেকেই বাজিমাত করছেন তিনি। নতুন ধারাবাহিক হলেও ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে সাপ্তাহিক টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে ঘোরাফেরা করেছে সর্বজয়া।

Debashree Roy দেবশ্রী রায় Sarbajaya Serial সর্বজয়া সিরিয়াল

উল্লেখ্য শুরু থেকেই অভিনেত্রী দেবশ্রী রায়ের অভিনয় যেমন প্রশংসা পেয়েছে তেমনই সিরিয়ালের একাধিক কনটেন্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল সমালোচনার ঝড়। ইতিপূর্বে একাধিকবার কখনও ঘুড়ি ওড়ানো তো কখনও তালের বড়া বানানোর দৃশ্য দেখিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে এই ধারাবাহিক। এসবের মধ্যেই সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো।

Sarbojoya,সর্বজয়া,Deboshree Roy,দেবশ্রী রায়,দুর্গা পুজো,Sanjay,সঞ্জয়,Aroti,আরতি,Jharbati,ঝাড়বাতি,New Promo,নতুন প্রমো,New Twist,নতুন টুইস্ট

যা দেখে বোঝা যাচ্ছে খুব শিগগিরই সিরিয়ালে আসতে চলেছে নতুন টুইস্ট। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে দুর্গাপূজায় মন দিয়ে আরতি করছেন সর্বজয়া। তখনই আচমকাই ওপর থেকে ভেঙে পড়ে বড় এক ঝাড়বাতি। আর সেই আঘাত থেকেই নিজের স্ত্রী জয়াকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তাঁর স্বামী সঞ্জয়।

 

প্রমোতে দেখা যাচ্ছে সর্বজয়াকে রায়কে বাঁচাতে গিয়ে তাঁর স্বামীর মাথায় আঘাত লেগেছে। আর এই ভিডিও দেখেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন। নেটিজেনদের একটা বড় অংশের ধারণা দুর্গা পুজোর সিঁদুর খেলার আগেই সর্বজয়ার সিঁথি থেকে মুছে যেতে পারে সিঁদুর। তবে প্রোমোতে দেবশ্রীর অভিনয় মন জয় করেছে নিন্দুকদেরও। সকলেই একবাক্যে স্বীকার করেছেন দেবশ্রীর অভিনয় প্রশংসনীয়। এখন সিরিয়ালের নতুন টুইস্ট দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥