বাংলা সিনেমা (Bengali Cinema) জগতের তথা টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় (Deboshree Roy)। দীর্ঘ ১০ বছর পর ছোট পর্দার হাত ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে কামব্যাক করেছিলেন অভিনেত্রী। সেই থেকেই ছোট পর্দার দর্শকদের কাছে তিনি সর্বজয়া (Sarbojaya) হয়ে উঠেছেন।
৬০ বছর বয়সে এসে বাংলার প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়ালে (Bengali Serial) নায়িকা হয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন ক্যামেরার সামনে আজও তিনি আগের মতোই সাবলীল। তাই বাংলার দর্শকদের মনে আজও অব্যাহত দেবশ্রী ম্যাজিক।
তাই বহুদিন পরে হলেও তাঁর দাপুটে অভিনয় আরও একবার মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে জনপ্রিয়তায় খামতি না থাকলেও অভাব ছিল টিআরপির। তাই খুবই অল্প সময়ের মধ্যেই সিরিয়ালটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। তবে সর্বজয়া শেষ হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত নতুন কোনো প্রজেক্টে কামব্যাক করেনি অভিনেত্রী।
তবে কিছুদিন আগেই জি বাংলার জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চের অতিথি বিচারক হিসেবে নজর কেড়ে ছিলেন বাংলার ‘কলকাতার রসগোল্লা’ দেবশ্রী রায়। তবে এবার সম্ভবত অভিনেত্রীর অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
এই মুহূর্তে টেলিপাড়ায় জোর গুঞ্জন স্টার জলসার (Star Jalsha) পর্দায় কোনো এক ধারাবাহিকে বিশেষ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছে অভিনেত্রীর কাছে। যদিও এখনও পর্যন্ত স্টার জলসার সেই জনপ্রিয় ধারাবাহিকের নাম জানা যায়নি। চ্যানেল কর্তৃপক্ষের তরফেও এ বিষয়ে এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু জানানো হয়নি।
এছাড়া খোদ দেবশ্রী রায়ের তরফেও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো খবরই নিশ্চিত করা হয়নি। আসলে সম্প্রতি দেবশ্রী রায়ের কামব্যাক করার একটি খবর সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছিল। একটি ফ্যান পেজের তরফ থেকে করা এমনই একটি পোস্ট নজরে এসেছিল সকলের। তাই এখন সময়ই বলবে আগামী দিনে এই খবর কতখানি সত্যি হয়।