আজকের দিনে ঘরে বসে বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে সিরিয়াল। তাই দিনে দিনে সিরিয়াল প্রেমীদের কাছে চাহিদা বাড়ছে মেগা সিরিয়ালের।সারাদিনের তুমুল ব্যস্ততা থেকে সামান্য ফুসরত মিলতেই অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখে মনের ক্লান্তি দূর করেন সিরিয়াল প্রেমীরা। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়াল উপহার দিচ্ছেন নির্মাতারা।
টিআরপি তালিকায় ভালো ফল লাভের আসায় মাঝে মধ্যেই আনা হয় নিত্যনতুন টুইস্ট। সিরিয়ালের একঘেয়ে ট্রাকে নতুন মোচড় দিতে গিয়ে অনেক সময় গল্পের গরু গাছেও ওঠে। যার ফলে কখনও একঘেয়ে সাংসারিক কূটকচালি তো কখনও একাধিক নারী সম্পর্কের বিরক্তিকর বিষয়গুলি কে টেনে আনা হয় সিরিয়ালে।
আর এসব করতে গিয়ে সিরিয়ালের আসল ট্রাক থেকেই বেরিয়ে যায় সিরিয়ালের গল্প। ঠিক যে বিষয়কে কেন্দ্র করে সিরিয়াল শুরু হয়, সিরিয়ালের গল্প এগিয়ে চলার সাথে আসল বিষয়টিই উধাও হয়ে যায় সিরিয়াল থেকে। এই একই পথে হাঁটতে শুরু করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সর্বজয়া (Sarbojaya)। সিরিয়ালে সর্বজয়া চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবশ্রী রায় (Deboshree Roy)।
দীর্ঘদিন পর টিভির পর্দায় তাঁর অভিনয় দেখে রীতিমতো উচ্ছসিত আপামর বাঙালি দর্শক। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়তই এই সিরিয়ালে আনা হচ্ছে নিত্য নতুন টুইস্ট। সম্প্রতি সিরিয়ালে দেখা গিয়েছে সর্বজয়ার বাড়িতে আচমকাই এসে উঠেছেন স্বর্ণ চাঁপা নামের এক মহিলা। তিনি নিজকে সর্বজয়ার স্বামী সঞ্জয়ের প্রথম বিবাহিত স্ত্রী বলে দাবি করছেন।
কিন্তু সর্বজয়া মনেপ্রাণে বিশ্বাস করেন তার স্বামী এমন কিছুই করেননি। মিথ্যা চাল চালছে স্বর্ণ চাঁপা। তাই সে নিজের মতো করেই খোঁজখবর নিতে শুরু করে। এরই মধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো। ভিডিও তে দেখা যাচ্ছে একটি নাচের প্রতিযোগিতায় গিয়েছে সর্বজয়া। এই বয়সে এসে সে নাচ করবে শুনে প্রথমে সবাই হাসাহাসি করেন। তারপরেই পায়ে ঘুঙুর বেঁধে নাচ করে তাক লাগিয়ে দেয় সর্বজয়া।