সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। আর এই কারণেই সিরিয়ালের প্রিয় চরিত্রদের টিভির পর্দায় দেখলেই নিমেষে ক্লান্তি দুর হয়ে যায় দর্শকদের। আর সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে বিপুল জনপ্রিয় এমনই একটি মেগা সিরিয়াল হল জি বাংলার ‘সর্বজয়া’(Sarbajaya)।
সিরিয়ালে সর্বজয়া চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবশ্রী রায় (Deboshree Roy)। দীর্ঘদিন পর টিভির পর্দায় তাঁর অভিনয় দেখে রীতিমতো উচ্ছসিত আপামর বাঙালি দর্শক। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়তই এই সিরিয়ালে আনা হচ্ছে নিত্য নতুন টুইস্ট। সিরিয়ালের প্লট অনুযায়ী সর্বজয়া চরিত্রটি অত্যন্ত পজিটিভ চরিত্র।
চরম কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও মাথা ঠান্ডা রাখার আশ্চর্য ক্ষমতা রয়েছে তার। সম্প্রতি চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে সেই পর্ব। সেখানে দেখা যাচ্ছে বাড়ির সবাই মিলে পার্টি করতে ব্যস্ত।
সেই পার্টিতে যোগ দিয়েছে মানিনি, মধুরা, সহ অন্যান্যরা। অন্যদিকে ওপরের ঘরে ঠাকুরের সামনে বসে নাম সংকীর্তন করছেন। আর পাশেই দাড়িয়ে ঢোল করতাল বাজিয়ে হরি নাম করছে মনোসিজ,রাজীব সহ অনান্যরা।
আর নীচে পার্টি চলাকালীন এমন নাম সংকীর্তন করায় তা বন্ধ করতে আসেন সর্বজয়ার ভাসুর। কিন্তু সর্বজয়া তাকে মুখের ওপর জানিয়ে দেয় ঢোল করতাল বাজিয়ে নাম সংকীর্তন করা কেউ থামাবে না। এরপর সর্বজয়া নিজেও হাতজোড় করে হরি বোল, হরি বোল বলে নাম সংকীর্তন করা শুরু করে দেন।