• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কম্পিউটার শিখছে সর্বজয়া! অপমানের উত্তর দিয়ে তিনি যেন দশভূজা, নেটপাড়ায় উপচে পড়ছে শুভেচ্ছা

বাঙালির বিনোদনের ডেলি ডোজ হল মেগা সিরিয়াল। তাই সিরিয়াল প্রেমীদের কাছে অবসর সময়ে রীতিমতো স্ট্রেস বাস্টারের কাজ করে সিরিয়াল। তাই পছন্দের তারকাদের টিভির পর্দায় দেখতে না পেলে মন খারাপ হয়ে যায় দর্শকদের।সিরিয়াল পাগল দর্শকদের কাছে জনপ্রিয় এমনই একটি মেগা সিরিয়াল হল জি বাংলার ‘সর্বজয়া’(Sarbajaya)।

কিছুদিন আগেই বাংলার প্রথম সারির অভিনেত্রী দেবশ্রী রায়(Deboshree Roy) অভিনীত এই জনপ্রিয় সিরিয়ালটি শুরু হয়েছে জি বাংলার পর্দায়। দীর্ঘ দশ বছর পর অভিনয় জগতে কামব্যাক করেছেন অভিনেত্রী। কিন্তু তাঁর অভিনয় দেখে সে কথা বোঝার উপায় নেই। আর সেই কারণেই একেবারে শুরু থেকে বাজিমাত করে চলেছেন অভিনেত্রী।

   

Sarvajaya,সর্বজয়া,Office,অফিস,Home,বাড়ি,Learning Computer কম্পিউটার শিখছে,Ill Sanjay,অসুস্থ সঞ্জয়

সিরিয়ালের শুরু থেকেই অভিনেত্রী দেবশ্রী রায়ের অভিনয় যেমন প্রশংসা পেয়েছে তেমনই সিরিয়ালের একাধিক এপিসোডে দেখানো ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল সমালোচনার ঝড়। ইতিপূর্বে একাধিকবার নানা দৃশ্য দেখে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছে এই ধারাবাহিক। কিছুদিন আগেই দুর্গাপুজোকে কেন্দ্র করে সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট।

Sarvajaya,সর্বজয়া,Office,অফিস,Home,বাড়ি,Learning Computer কম্পিউটার শিখছে,Ill Sanjay,অসুস্থ সঞ্জয়

দেখা যায় স্ত্রী জয়াকে বাঁচাতে গিয়ে ঝাঁপিয়ে পড়ে গুরুতর চোট পেয়েছে সর্বজয়ার শিল্পপতি স্বামী সঞ্জয়।এই দুর্ঘটনায় গুরুতর চোট পেয়ে সে এখন পড়ে আছে বিছানায়। এসবের মধ্যেই সিরিয়ালে দেখা গেছে স্বামী সঞ্জয় অসুস্থ থাকায় অফিসে মিটিং করতে যায় সর্বজয়া। কিন্তু আজকালকার মতো ল্যাপটপ কম্পিউটারে টেকস্যাভি নয় সে। আর সেই কারণেই অফিস ভর্তি লোকের সামনে তাকে নিয়ে মস্করা করে তার দেওর।

 

এই ভিডিও দেখে নেটিজেনরা কটাক্ষ করে বলেছিলেন সর্বজয়া ‘কম্পিউটার কোর্সে ভর্তি হবে।’ এরপরেই সিরিয়ালে দেখানো হচ্ছে কম্পিউটার কোর্স না করলেও এবার সত্যিই কম্পিউটার চালানো শিখছেন সর্বজয়া। তাই তার অফিসের কাজে লাগতে পারে এমন কিছু বেসিক কম্পিউটারের বিষয় শিখিয়ে দিচ্ছে জিশান।তবে কাজের মধ্যেই মনে করে বাড়িতে থাকা অসুস্থ স্বামীর খোঁজ নিচ্ছে সর্বজয়া। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় দারুন প্রশংসা করেছেন নেটিজেনরা।

site