• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সর্বজয়ার ছোঁয়ায় ধুয়ে যাচ্ছে সব পাপ! গোটা বাড়ি হয়ে উঠল তীর্থস্থান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Published on:

সর্বজয়া,Sarbajaya,সঞ্জয়,Sanjay,সারা,Sara,নতুন ভিডিও,New Video,তীর্থস্থান,Pilgrimage

বাঙালির বিনোদনের ডেলি ডোজ হল মেগা সিরিয়াল। তাই সিরিয়াল প্রেমীদের কাছে অবসর সময়ে রীতিমতো স্ট্রেস বাস্টারের কাজ করে এই সিরিয়াল। তাই সিরিয়ালের প্রিয় চরিত্রদের টিভির পর্দায় দেখতেই মন ভালো হয়ে যায় দর্শকদের। সিরিয়াল পাগল দর্শকদের কাছে এমনই একটি জনপ্রিয় মেগা সিরিয়াল হল জি বাংলার ‘সর্বজয়া’(Sarbajaya)।

সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই দেবশ্রী রায়ের (Deboshree Roy) অভিনয়ের জাদুতে দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে সর্বজয়া। উল্লেখ্য এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘদিন বাদে অভিনয় জগতে কামব্যাক করেছেন দেবশ্রী। তবে শুধু প্রশংসা নয় সিরিয়াল শুরু হওয়ার আগে থেকেই নানান বিদ্রুপের মুখেও পড়েছিলেন দেবশ্রী।

সর্বজয়া,Sarbajaya,সঞ্জয়,Sanjay,সারা,Sara,নতুন ভিডিও,New Video,তীর্থস্থান,Pilgrimage

দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই প্রতিনিয়ত সিরিয়ালে আনা হচ্ছে নতুন টুইস্ট। কিছুদিন আগেই দেখা গেছে সর্বজয়াকে বাঁচাতে গিয়ে গুরুতর চোট পেয়ে এখন হুইল চেয়ারে বসেই দিন কাটছে তার স্বামী সঞ্জয়ের। এসবের মধ্যেই সিরিয়ালে দেখা গেছে স্বামী সঞ্জয় অসুস্থ থাকায় একসাথে বাড়ি এবং অফিস সামলাচ্ছে সর্বজয়া।

 

সিরিয়ালের প্লট অনুযায়ী সর্বজয়া চরিত্রটি অত্যন্ত পজিটিভ চরিত্র। চরম কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও মাথা ঠান্ডা রেখার আশ্চর্য ক্ষমতা রয়েছে তার। তাই সঞ্জয় অসুস্থ থাকলেও সর্বজয়া এবং তার মেয়ে সারার বিশ্বাস হুইল চেয়ার ছেড়ে একদিন ঠিক উঠে দাঁড়াবে সঞ্জয়। সুস্থ হয়ে উঠবে সে।

সম্প্রতি চ্যানেলের তরফে একটি নতুন ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সারা বিশ্বাস করে তার মা সর্বজয়া তীর্থস্থানের মতো। তার কাছে এলেই নাকি সমস্ত পাপ ধুয়ে যাবে। সেইসাথে বাবার প্রতি মায়ের ভালোবাসা দেখে সারা জানায় সে তাকে না দেখলে জানতেই পারতো না কেউ কাওকে এতটা ভালোবাসতে পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥