• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজ সারার এই অবস্থার জন্য দায়ী ওর মা! অমৃতার দিকে আঙুল তুলে ক্ষোভ উগড়ে দিলেন সইফ

Published on:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই কার্যত থমথমে বলিপাড়া। বিটাউনের দীর্ঘদিনের গৌরবের ঐতিহ্যে একেরপর লেগেই চলেছে দাগ। বলিউডের মাদক যোগে ইতিমধ্যেই উঠে এসেছে ২৫ জন তাবড় বলি তারকার নাম৷ তালিকায় রয়েছেন নবাব কন্যা সারা আলি খান। এর ভিত্তিতেই NCB-র জেরার মুখেও পড়তে হয় তাকে। কিন্তু শোনা যাচ্ছে সারার এই বিপদের দিনে পাশে নেই তার বাবা সইফ আলি খান।

কঠিন পরিস্থিতিতে সইফের এই সারার হাত ছেড়ে দেওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে বলিপাড়ায়। সারার এই অবস্থার জন্য নেটিজেনরা সইফের দিকেও আঙুল তুলেছেন। কিন্তু জানা যাচ্ছে, সমস্ত দায় ঝেড়ে ফেলে সারার সঙ্গে মাদকযোগের গোটা দোষটা তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংকেই দিয়েছেন সইফ ৷

এদিকে অমৃতাকে কাঠগড়ায় তুলে সস্ত্রীক দিল্লি উড়ে যান সইফ। তারপর থেকেই ফের শুরু হয় জল ঘোলা। নেটিজেনদের বক্তব্য, মেয়েকে বিপদে রেখে কীভাবে করিনার সঙ্গে দিল্লি যেতে পারেন সইফ! শোনা যাচ্ছে, সারাকে নিয়ে প্রাক্তন স্ত্রীয়ের সাথে বাদানুবাদেও জড়ান সইফ। চলে দীর্ঘ ফোনালাপ। আর তারপরেই নাকি দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন নবাব।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥