• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেশের দরবারে উজ্জ্বল বাংলার মুখ! জাতীয় স্তরে হিন্দি সারেগামাপার মঞ্চ মাতাচ্ছে ৬ বাঙালি

Published on:

Ananya Chakraborty,Kinjal Chatterjee,Snigdhajit Bhowmik

গান শুধু গানই হয়। তা সে যে ভাষারই হোক না কেন। দেশ, কাল, সময়ের সীমা পেরিয়ে একমাত্র সুরের মূর্ছনাই পারে মানুষের মনকে ছুঁয়ে যেতে। গান পুরোপুরি সাধনা আর চর্চার বিষয়। আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অনেক সঙ্গীত শিল্পী। নিজেদের প্রমাণ করার তাগিদে যারা সারাবছর একটা মাত্র সুযোগের অপেক্ষায় থাকেন।

আর গানের জগতের এই নতুন প্রতিভাদের খোঁজে প্রতিবছর সঙ্গীতের মহাযুদ্ধের আয়োজন করে থাকে জি টিভির সারেগামাপা। এবছরেও অক্টোবর থেকেই শুরু হয়েছে জি টিভির সারেগামাপা (Saregamapa) এর নতুন সিজন। আর এবছর জাতীয় স্তরের এই সঙ্গীতের মঞ্চে কার্যত বাঙালির জয়জয়কার। এবছর নতুন পুরনো উভয় প্রতিযোগিদের নিয়ে শুরু হয়েছে এই গানের রিয়ালিটি শো। ইতিমধ্যেই নিজ নিজ প্রতিভার গুণে তাঁরা সকলেই মন জয় করে নিয়েছেন বিচারকদের।

সারেগামাপা ২০২১,Saregamapa 2021,জি টিভি,ZTV,বিশাল দাদলানি,Vishal Dadlani,হিমেশ রেশামিয়া,Himesh Reshmia,শঙ্কর মহাদেবন,Shankar Mahadevan,স্নিগ্ধজিৎ ভৌমিক,Snigdhajit Bhowmik,অনন্যা চক্রবর্তী,Ananya Chakraborty,কিঞ্জল চ্যাটার্জী,Kinjal Chatterjee,নীলাঞ্জনা রায়,Nilanjana Ray,দীপায়ন ব্যানার্জী,Dipayan Banerjee

 

উল্লেখ্য চলতি সিজনের অডিশন রাউন্ড থেকেই দর্শকের নজর কেড়েছেন বাংলার বজবজের মেয়ে অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty)।ভাটিয়ালি গানের জন্য এতদিন বাংলায় তাঁর বিশেষ খ্যাতি ছিল। এবার হিন্দি সারেগামাপার মঞ্চেও ভাটিয়ালি গেয়ে সকলের মন জয় করে নিয়েছে অনন্যা। এছাড়া টপ ১৬-এ নিজের জায়গা পাকা করেছেন ২০১৯ সালে বাংলা সারেগামাপায় দ্বিতীয় স্থান দখলকারী করেন স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)।

সারেগামাপা ২০২১,Saregamapa 2021,জি টিভি,ZTV,বিশাল দাদলানি,Vishal Dadlani,হিমেশ রেশামিয়া,Himesh Reshmia,শঙ্কর মহাদেবন,Shankar Mahadevan,স্নিগ্ধজিৎ ভৌমিক,Snigdhajit Bhowmik,অনন্যা চক্রবর্তী,Ananya Chakraborty,কিঞ্জল চ্যাটার্জী,Kinjal Chatterjee,নীলাঞ্জনা রায়,Nilanjana Ray,দীপায়ন ব্যানার্জী,Dipayan Banerjee

 

 

এছাড়া রয়েছেন সারেগামাপা ২০১০-র প্রতিযোগী তথা বাংলার জনপ্রিয় গায়ক কিঞ্জল চট্টোপাধ্যায়ও (Kinjal Chatterjee)। তবে টপ ১৬-র দৌড় থেকে ছিটকে পড়েছেন সারেগামাপার বাংলার গত সিজনের চূড়ান্ত পর্বের প্রতিযোগি বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)।এছাড়া রয়েছেন ‘দ্য ভয়েস ইন্ডিয়া কিডস’ খ্যাত আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা রায় (Nilanjana Roy)। পাশাপাশি বাংলা থেকে গিয়ে বিচারকদের মন জয় করে নিয়েছেন আরেক গায়ক দীপায়ন বন্দ্যোপাধ্যায় (Dipayan Banerjee)।

সারেগামাপা ২০২১,Saregamapa 2021,জি টিভি,ZTV,বিশাল দাদলানি,Vishal Dadlani,হিমেশ রেশামিয়া,Himesh Reshmia,শঙ্কর মহাদেবন,Shankar Mahadevan,স্নিগ্ধজিৎ ভৌমিক,Snigdhajit Bhowmik,অনন্যা চক্রবর্তী,Ananya Chakraborty,কিঞ্জল চ্যাটার্জী,Kinjal Chatterjee,নীলাঞ্জনা রায়,Nilanjana Ray,দীপায়ন ব্যানার্জী,Dipayan Banerjee

 

 

View this post on Instagram

 

A post shared by VISHAL (@vishaldadlani)

উল্লেখ্য এবারের সারেগামাপায়ের মঞ্চে বিচারকের আসনে বসেছেন বলিউডের তিন দিগ্বজ মিউজিক কম্পোজার। রয়েছেন বিচারক বিশাল দাদলানি (Bishal Dadlani) , হিমেশ রেশামিয়া (Himesh Reshmia) ও শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan)। এখন দেখার বাংলার এই ছয় প্রতিভা সঙ্গীতের এই জাতীয় মঞ্চে টিকে থাকার লড়াইয়ে নিজেদের কতদূর নিয়ে যেতে পারেন। জানা গেছে বাছাই পর্বের শেষে আগামী সপ্তাহ থেকেই টপ ১৬ নিয়ে পথচলা শুরু হবে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥