Sara Tendulkar Daughter of Sachin Tendulkar

গ্ল্যামার আর সৌন্দর্যে বলিউড অভিনেত্রীদেরকেও মাত দিচ্ছেন শচীন কন্যা সারা, দেখুন ভাইরাল ছবি


ভারতীয় ক্রিকেটার তথা ব্যাটসম্যান শচীন তেনডুলকার (Sachin Tendulkar)। অনেকেই শচীনকে ক্রিকেটের ভগবান বলে চেনেন। শুধু নামটাই যথেষ্ট শচীনের, খেলার জগতের সেলেব্রিটি তিনি। আর শচীনের কন্যা সারা তেনডুলকারও বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নিজের সৌন্দর্য আর গ্ল্যামারাস চেহারার কারণেই  সোশ্যাল মিডিয়াতে বেশ পপুলার সারা।

Sara Tendulkar Daughter of Sachin Tendulkar

সারাকে দেখতে কিন্তু বলিউডের সুন্দরী অভিনেত্রীদের থেকে কোনো অংশে কম নয়। বরং বলা যেতেই পারে নিজের গ্ল্যামারাস লুকের কারণে বলিউডে পা না রাখলেও বলিউডের নায়িকাদের টক্কর দিতে পারে।

Sara Tendulkar Daughter of Sachin Tendulkar

সারা সোশ্যাল লাইফে বেশ সক্রিয়। মাঝে  মধ্যেই নিজের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। কখনো নিজের সেলফি তো কখনো বন্ধুদের সাথে।

Sara Tendulkar Daughter of Sachin Tendulkar

সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে ১ মিলিয়নেরও বেশি অনুগামী রয়েছে সারার। যারা সারার ছবি ও ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন।

Sara Tendulkar Daughter of Sachin Tendulkar

তবে সারাকে কিন্তু দেখতে বলিউড অভিনেত্রীদের মতই সুন্দরী। বর্তমানে সারার বয়স ২৩ বছর। সারা ধীরু ভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছে এরপর উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি দিয়েছে।

Sara Tendulkar Daughter of Sachin Tendulkar

সোশ্যাল মিডিয়াতে সারার শেয়ার করা ছবি বেশ ভাইরাল হয়। কখনো উঁচু বিল্ডিংয়ে  খোলা ব্যালকনিতে জ্যাকেট খোলা ছবি তো তো কখনো খোলা আকাশের নিচে ক্যানডিড ছবিতে বেশ সুন্দরী রূপেই ধরা দিয়েছেন সারা।

Sara Tendulkar Daughter of Sachin Tendulkar

আবার বন্ধুদের সাথে পার্টি করতেও দেখা গিয়েছে সারাকে। পার্টির ছবি সে নিজেই শেয়ার করেছিল তার সোশ্যাল মিডিয়াতে।

Sara Tendulkar Daughter of Sachin Tendulkar


Like it? Share with your friends!

678
678 points