বলিউডের (Bollywood) অভিনেত্রী সারা আলী খান (Sara Ali Khan)। খুব বেশিদিন হয়নি বলিউডে পা রেখে, বেশি ছবিও করেননি। কিন্তু এরই মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী নব্বই এর দশকের ছবি ‘কুলি নং ১’ এর রিমেক ভার্শনে অভিনয় করেছেন। ছবিতে সারার বিপরীতে রয়েছেন অভিনেতা বরুন ধাওয়ান (Varun Dhawan)। আসল ছবিতে গোবিন্দা ও কারিশ্মা কাপুর অভিনয় করেছিলেন, সেই ছবি ও এই রিমেক ছবির প্রযোজক হলেন বরুন ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান (Devid Dhawan)।
নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সারা ও বরুনের আন্ডার ওয়াটার কিস তুমুল চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। তাছাড়া ট্রেলারে দেখানো হুসন হে সুহানা গানে সারা ও বরুনের নাচও বেশ ভাইরাল হয়েছিল। ট্রেলার প্রকাশ্যে আসার পর অনেকেই পুরোনো ছবি ও নতুন ছবির মধ্যে মিল বেমিল খোজ শুরু করে দিয়েছেন। এক সাক্ষাৎকারে সারাকে প্রশ্নও করা হয় যে পুরোনো ছবিতে কি ভুল ছিল যে এই নতুন ছবিটি করার দরকার পড়ল।মোটকথা, আসন্ন ছবি কুলি নং ১ এর কারণে এখন হট টপিক সারা আলী খান ও বরুন ধাওয়ান। আগামী ২৫শে ডিসেম্বর অনলাইন প্লাটর্ফম অ্যামাজন প্রাইমে রিলিজ হতে চলেছে ছবিটি।
সম্প্রতি সারা আলী খান সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। শরীরচর্চা তো অনেকেই করেন নিজেকে ফিট রাখার জন্য কিন্তু এই ভিডিওটিতে রয়েছে একটি বিশেষত্ব যার কারণে ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে।
ভিডিওতে অভিনেত্রী শরীরচর্চা করছেন ঠিকই, কিন্তু সাথে নাচছেন তিনি। তাও আবার নব্বই এর দশকের কুলি নং ১ এর গান ‘হুসন হে সুহানা ‘ গানে। নাচতে নাচতে শরীরচর্চার এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটি শেয়ার করার কিছু সময়ের মধ্যেই ভিডিওতে ৪ লক্ষ ৪২ হাজারেরও বেশি লাইক পরে গিয়েছে। আসলে গানের তালে নাচতে নাচতে এমন শরীরচর্চার ভিডিও তো আর রোজ দেখা যায় না।
View this post on Instagram