• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমি যদি বলতে শুরু করি রোজ ধামাকা হবে ধামাকা, সুতরাং চুপ থাকুন, বিস্ফোরক সারা আলী খান

Updated on:

সারা আলী খান Sara Ali Khan

বলিউড অভিনেত্রী সারা আলী খান, খুব স্বল্প সময়েই বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। সাইফ আলী খান ও তার প্রথম স্ত্রীর অমৃতা সিংয়ের সন্তান তিনি। বলিউডে প্রথম কেদারনাথ ছবিতে সুশান্ত সিং রাজপুতের সাথে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। এছাড়া সিম্বা ও  লাভ আজকাল ছবিতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। সিম্বা ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে রণভীর সিংয়ের সাথে ও লাভ আজকাল ছবিতে দেখা গেছে কার্তিক আরিয়ানের সাথে।

সবে মাত্র ৩টি ছবি করেছেন অভিনেত্রী। তবে ইতিমধ্যেই তার জনপ্রিয়তা বাকি অভিনেত্রীদের তুলনায় কোনো অংশে কম যায়না। অভিনয়ের পাশা পাশি অভিনেত্রী স্কিল মিডিয়াতেও বেশ সক্রিয়। নিজের ফ্যাশন সেন্স ও স্টাইলের জন্য অভিনেত্রী বেশ প্রশংসিত। তবে শুধু যে বিনোদন তা নয় অভিনেত্রী সামাজিক ভাবেও দায়বদ্ধ। অভিনেত্রী নিজেকে একজন শিল্পী মনে করেন। তিনি বলেন, ‘এক জন অভিনেতা বা অভিনেত্রীর সামাজিক দায়বদ্ধতা ও অভিনয়ের মধ্যে ভারসাম্য জরুরি তবে সেটা প্রকাশের জন্য অন্যান্য মাধ্যম আছে। ছবিতেই যে সামাজিক দায়বদ্ধতা দেখতে হবে এমনটা নয়’।

অভিনেত্রী এব্যাপারে আরো বলেন, ‘আমায় যদি সামাজিক বার্তায় দিতে হয় থালে আমি ডকুমেন্টারী তৈরী করব। কিন্তু যেহেতু আমি বলিউডে কিছু গল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চাই সেটা আমি বিনোদনমূলক হিসাবেই বিবেচনা করি। সামাজিক বার্তা দেবার দায়ভার সম্পূর্ণ আমি নিতে পারিনা। আমার চরিত্রগুলির অভিনয়ের মাধ্যমে যেটুকু দিতে পারি দিই । তবে মনে রাখতে হবে ছবিতে আমার চরিত্র ও আসল জিৰোনে আমার চরিত্র অনেক আলাদা’।

প্রসঙ্গত, এমন অনেক বলিউড সেলিব্রিটি রয়েছেন যারা অভিনয় থেকে শুরু করে রাজনীতি ও আরো অন্যান্য অনেক বিষয়েই নিজেদের মতামত প্রকাশ করেন। তবে সারা আলী খানকে এধরণের মন্তব্য করতে খুবই কম দেখ গেছে। এবিষয়ে অভিনেত্রীর বক্তব্য, ‘ আমি যে ধরণের মেয়ে, আমি কথা বলতে শুরু করলে তো রোজই বিস্ফোরণ ঘটবে! তাই আমি চুপ করে থাকি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥