• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সইফ বললেন করিনা কে বিয়ে করছি! বাবার বিয়ের কথা শুনে যা বলেছিলেন সারা আলি খান

Published on:

Sara Ali Khan Saif ali Khan

সইফ আলি খান (Saif Ali Khan), পতৌদি পরিবারের ছোট নবাবের বিবাহিত জীবনে দুই অধ্যায়। তার প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং (Amrita Singh) এবং তার দ্বিতীয় বেগম করিনা কাপুর (Kareena Kapoor)। করিনার সঙ্গেই সুখে রয়েছেন সইফ। তৈমুরের পর নবাবের ঘরে করিনার কোল আলো করে আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান।

Amrita Singh Saif Ali Khan

এদিকে, ১৯৯১ সালে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ। তবে সেই বিয়ে শেষপর্যন্ত সুখকর হয়নি। দীর্ঘ ১৩ বছর সংসার করার পরে শেষপর্যন্ত ২০০৪ সালে এই বিবাহ বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসেন নবাব। সইফের প্রথম পক্ষের সন্তান সারা আলি খান (Sara Ali Khan) এবং ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)।

Ibrahim Ali Khan Saif Ali Khan

পরবর্তীতে ২০১২ সালের ১৬ অক্টোবর করিনা কাপুরকে বিয়ে করেন সইফ। সেকথা প্রাক্তন স্ত্রী অমৃতাকে চিঠি লিখেও জানান তিনি। এমনকি নিজের দ্বিতীয় বিয়ের কথা মেয়ে সারাকেও জানিয়েছিলেন সইফ।

ছোট থেকেই বাবা সইফের সঙ্গে দারুণ সম্পর্ক সারার। দুজনেই দুজনের কাছে কোনো কথাই লোকাতেন না। এককথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। কিন্তু নিজের মা কে ছেড়ে বাবা অন্যকাউকে বিয়ে করছেন জেনেও সারার প্রতিক্রিয়া কি ছিল জানলে তাজ্জব বনে যেতে বাধ্য আপনিও।

Sara Ali Khan Kareena Kapoor Saif Ali Khan

সইফের সঙ্গে করিনার বিয়ের কথা শুনে সারার প্রথম প্রতিক্রিয়া ছিল তিনি বিয়েতে কী পরবেন। কেননা তার ড্রিম অভিনেত্রী ছিলেন করিনা কাপুর। আর সেই অভিনেত্রী যখন নিজের ঘরে আসতে চলেছেন, তখন সারাকেও তো বেস্ট দেখাতেই হবে।

Sara Ali Khan

এমনকী বিয়েতে কী পরবেন না ভাবতে পেরে তাঁর মায়ের কাছে ছুঁটে গিয়েছিলেন তিনি। অমৃতাও মেয়েকে সাহায্য করেছিলেন যে সইফের বিয়েতে তার কী পরা উচিৎ। আসলে কভি খুশি কভি গাম সিনেমা থেকেই করিনার মস্ত বড় ফ্যান সারা।

Sara Ali Khan Kareena Kapoor

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সারা নিজেই জানান, করিনাকে নিয়ে ইব্রাহিম এবং তার কোনোদিনই কোনো সমস্যা ছিল না। বরং আজও তারা করিনাকেই আইডল মনে করেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥