• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কুলি নং ১’ এর করিশ্মার সাথে নিজেকে তুলনা করে বিস্ফোরক মন্তব্য করলেন সারা আলি খান

Published on:

শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সইফ কন্যা সারা আলি খান ও বরুণ ধাওয়ানের ছবি ‘কুলি নং ওয়ান’। ১৯৯৫ সালে গোবিন্দা এবং করিশ্মা কাপুর অভিনীত ছবি ‘কুলি নাম্বার ওয়ান’ এরই রিমেক আসছে বরুণ ও সারার হাত ধরে। গোবিন্দ এবং করিশ্মার এই ছবি বক্স অফিসে চূড়ান্ত হিট করেছিল। তাই স্বভাবতই গোবান্দার জায়গায় বরুণ এবং করিশ্মার জায়গায় সারা আলি খান দর্শকদের কতটা মন জিতে নিতে পারবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল জল্পনা।

এই রিমেক ছবিতে সারাকে দেখা যাবে করিশ্মার জায়গায়। তাই স্বভাবতই করিশ্মার সাথে তুলনা করা হচ্ছে সারাকে। যদিও দুজন সম্পূর্ণ দুই যুগের অভিনেত্রী। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সইফ কন্যা৷ জানালেন করিশ্মার সঙ্গে তার মিল পাওয়া কার্যত অসম্ভব।

কারিশ্মা কাপুরের সাথে তুলনার প্রসঙ্গে সারা আলি খান বলেছেন যে, ‘করিশ্মা কাপুর আইকনিক স্টার। তিনি ৯০ এর দশকের দর্শকদের হৃদয়ে একসময় দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু, আসন্ন ছবিটি ‘কুলি নং ১ ‘ এর রিমেক। সেই সময়ের প্রেক্ষাপটে আজকের দিনকে বিচার করলে ভুল হবে।

তুলনা তো চলবেই। তবে সারা-বরুণের চেষ্টা ছিল দর্শকদের সামনে নতুন কিছু উপস্থাপনের। তাদের এই চলচ্চিত্রটি আজকের সময়ের অনুসারে তৈরি করা হয়েছে এবং এতে অনেক পরিবর্তন করা হয়েছে।

সারা আলি খান আরও বলেন যে ‘কুলি নং ১’ যখন মুক্তি পেয়েছিল তখন তার বয়স ১ ও হয়নি। সেই সময় থেকে পরিস্থিতি অনেক বদলেছে।

অতএব, করিশ্মা কাপুরকে অনুলিপি না করে তিনি নিজের চরিত্রটি আজকের মতো করে উপস্থাপন করতে চান। বরুণ ধাওয়ানের সাথে কাজ করে তিনি উপভোগ করেছেন। ছবিতে তাদের রসায়ন খুব ভাল। তাই সারার ধারণা, দর্শক এই ছবি দেখার পরে তাদের গোবিন্দ-করিশমার সাথে তুলনা করবে না। ‘

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥