• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটিটাকা থাকলেও নেই অহংকার! সাধাসিধে জীবন কাটাতে ভালোবাসেন এই ৫ অভিনেত্রীরা

বলিউডের (Bollywood) তারকাদের বিশাল সম্পত্তি থেকে রাজকীয় লাইফস্টাইল এর সম্পর্কে সকলেই কম বেশি জানেন। এমন অনেক অভিনেত্রীরা রয়েছেন যারা আজ বলিউডের দৌলতে কোটি কোটি টাকার মালকিন। তবে কোটি টাকার মালিক নিয়েও সাদাহরণ জীবনযাপন করতেই পছন্দ করেন তাঁরা। আজ এমনই কিছু অভিনেত্রীদের সাথে পরিচয় করব আপনাদের।

বিদ্যা বালান (Vidya Balan)

   

বিদ্যা বালন Vidya Balan

বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান অন্যতম। একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হয়েছেন তিনি। তবে বিশাল খ্যাতি থেকে কোটি টাকার সম্পত্তি হওয়া সত্ত্বেও সাধারণ জীবনযাবন করতেই পছন্দ করেন অভিনেত্রী। এই কারণেই নেটিজেনদের পছন্দের অভিনেত্রী তিনি।

জাহ্নবী কাপুর (Jahnavi Kapoor)

বিদ্যা বালান,Vidya Balan,জাহ্নবী কাপুর,Jahnavi Kapoor,হেমা মালিনী,Hema Malini,শ্রদ্ধা কাপুর,Shraddha Kapoor,সারা আলী খান,Sara Ali Khan,Bollywood Gossip,Bollywood Actresses,Actresses without greed,Bollywood News

বিটাউনের বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। অভিনেত্রীকে দেখতেও অনেকটা মায়ের মতনই। মা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হবার বিশাল পরিমাণ সম্পদ পেয়েছেন উত্তরাধিকারী হিসাবে। তবে সেসব নিয়ে কোনোদিনই অহংকার করেন না অভিনেত্রী। বরং সাদামাটা জীবনকাটাতেই বেশি ভালোবাসেন অভিনেত্রী।

হেমা মালিনী (Hema Malini) 

বিদ্যা বালান,Vidya Balan,জাহ্নবী কাপুর,Jahnavi Kapoor,হেমা মালিনী,Hema Malini,শ্রদ্ধা কাপুর,Shraddha Kapoor,সারা আলী খান,Sara Ali Khan,Bollywood Gossip,Bollywood Actresses,Actresses without greed,Bollywood News

বলিউডের ছবি দেখেন ওঠছে হেমা মালিনীকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। দশকের পর দশক ধরে হিন্দি ছবির ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন হেমা মালিনী। তাঁর ছবি মানেই সুপারহিট। অভিনয়ের দৌলতে কোটি কোটি টাকার মালকিন হয়েছেন অভিনেত্রী। এমনকি অভিনয়ের পাশাপাশি নেমেছেন রাজনীতিতেও। তবে আজও অহংকার বোধ নেই অভিনেত্রীর মধ্যে।

শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)

বিদ্যা বালান,Vidya Balan,জাহ্নবী কাপুর,Jahnavi Kapoor,হেমা মালিনী,Hema Malini,শ্রদ্ধা কাপুর,Shraddha Kapoor,সারা আলী খান,Sara Ali Khan,Bollywood Gossip,Bollywood Actresses,Actresses without greed,Bollywood News

বিখ্যাত বলিউড ভিলেন শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুর। বাবা প্রতিষ্ঠিত অভিনেতা হওয়ার দরুন ছোট থেকেই কোনো কিছুর অভাব হয়নি অভিনেত্রীর। এমনকি  ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা তৈরী করে ফেলেছেন তিনি। তবে অভিনেত্রী হলেও এলাহী জীবনযাপনের থেকে কিছুটা দূরেই থাকতে পছন্দ করেন শ্রদ্ধা কাপুর।

সারা আলী খান (Sara Ali Khan) 

বিদ্যা বালান,Vidya Balan,জাহ্নবী কাপুর,Jahnavi Kapoor,হেমা মালিনী,Hema Malini,শ্রদ্ধা কাপুর,Shraddha Kapoor,সারা আলী খান,Sara Ali Khan,Bollywood Gossip,Bollywood Actresses,Actresses without greed,Bollywood News

সাইফ আলী খানের প্রথম স্ত্রী অমৃতা সিং এর কন্যা সারা আলী খান। দুর্দান্ত অভিনয় দিয়ে  ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে ফেলেছেন অভিনেত্রী। ‘চাকা চক’ গানে আজও নেচে ওঠেন নেটিজেনরা। মা বাবা দুজনেই বলিউডের তারকা, তাই টাকা পয়সার কোনো অভাব নেই। তবে সারার এলাহী জীবন নয় বরং সাধারণ জীবনই বেশি পছন্দ।