• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাস গেলেই বদলাচ্ছে প্রেমিক, কার্তিককে ছেড়ে এবার ভারতীয় ক্রিকেটারের সাথে সম্পর্ক সারা! রইল ছবি

Updated on:

Sara Ali Khan,Shubman Gill,Sara Ali Khan Shubman Gill,Bollywood,Indian cricketer,entertainment,সারা আলি খান,শুভমন গিল,সারা আলি খান শুভমন গিল,বলিউড,বিনোদন

সইফ আলি খানের কন্যা সারা আলি খান (Sara Ali Khan) কোনও না কোনও কারণে সংবাদমাধ্যমের শিরোনামে ঠিক চলেই আসেন। কখনও নিজের কাজের কারণে, কখনও নিজের মন্তব্যের কারণে, আবার কখনও নিজের ডেটিং লাইফের সৌজন্যে। সম্প্রতি যেমন ফের একবার নিজের ডেটিং (Dating) লাইফের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন নায়িকা।

বলিউডের এই সুন্দরী অভিনেত্রী নিজের পছন্দ-অপছন্দ নিয়ে বরাবরই সোজাসাপ্টা কথা বলেন। কেরিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও, বহু অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। ডেবিউ ছবি ‘কেদারনাথ’এর সহ অভিনেতার সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের গুঞ্জন থেকে শুরু করে কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেম- সারার ব্যক্তিগত জীবন কিন্তু বেশ আকর্ষণীয়।

Sara Ali Khan

সম্প্রতি আবার করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’এ গিয়ে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডার প্রতি নিজের ভালোলাগার কথা স্বীকার করেছিলেন সারা। এসবের মাঝেই এবার ফের অভিনেত্রীর নতুন বয়ফ্রেন্ড নিয়ে চর্চা শুরু হয়েছে।

এবার অবশ্য কোনও অভিনেতা নন। বরং টিম ইন্ডিয়ার এক নামী ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন সইফ কন্যা। অন্তত নেটপাড়ায় গুঞ্জন তো তেমনই শোনা যাচ্ছে। সেই ক্রিকেটারের নাম কি জানেন? সারার সঙ্গে যে ক্রিকেটারের প্রেম পর্ব নিয়ে তুমুল চর্চা হচ্ছে, তিনি আর কেউ নন, বরং কেকেআরের প্রাক্তন ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)।

Shubman Gill

সম্প্রতি মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁয় দু’জনকে ডিনার করতে দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে দু’জনের প্রেমের গুঞ্জন। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, রেস্তোরাঁর টেবিলে বসে খাবার অর্ডার দিচ্ছেন সারা এবং শুভমন। দু’জনের ঘনিষ্ঠতা নজর কেড়েছে নেটিজেনদের।

Sara Ali Khan and Shubman Gill

শুভমন-সারার ভাইরাল হওয়া ছবিতে একের পর এক কমেন্ট করছেন নেটিজেনরা। একজন যেমন লিখেছেন, ‘আমরা তো ভাবছিলাম শুভমন ভাই সারাকে ডেট করছেন, কিন্তু এটা তো অন্য সারা বেরলো দেখছি’। উল্লেখ্য, শুভমন গিলের নাম এর আগে সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে জড়িয়েছিল। আর একজন নেটাগরিক আবার লিখেছেন, ‘যাই হোক না কেন, একসঙ্গে বেশ ভালোলাগছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥