গত ২১ শে ফেব্রুয়ারীর সকালে নবাব পরিবারে জন্ম নিয়েছিল তৈমুরের (Taimur) পর আর এক নবাব পুত্তুর। দ্বিতীয় বার পুত্র সন্তানের মা হয়েছেন করিনা কাপুর। এদিকে চতুর্থ বারের জন্য বাবা হলেন বলিউডের নবাব সইফ আলি খান (Saif ali khan)। অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং (Amrita Singh) এবং তার দ্বিতীয় বেগম করিনা কাপুর (Kareena Kapoor)।
১৯৯১ সালে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ। তবে সেই বিয়ে শেষপর্যন্ত সুখকর হয়নি। দীর্ঘ ১৩ বছর সংসার করার পরে শেষপর্যন্ত ২০০৪ সালে এই বিবাহ বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসেন নবাব। সইফের প্রথম পক্ষের সন্তান সারা আলি খান (Sara Ali Khan) এবং ইব্রাহিম আলি খান (Ibdrahim Ali Khan)।
এরপর করিনাকে বিয়ে করেন সইফ। তৈমুরের পরেই ফের করিনার কোলে এসেছে পুত্র সন্তান। সম্পর্কে সদ্যজাত সারার সৎ ভাই হয়। বাবার চতুর্থ সন্তানকে কেমনভাবে নেবে সারা, সেসব নিয়ে তুমুল জল্পনা লেগেই ছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সারা জানালেন সইফিনার সদ্যজাত সন্তানকে প্রথমবার দেখার অভিজ্ঞতা।
তিনি বলেন, পুচকেটাকে প্রথমবার সামনাসামনি দেখার পর মনে হয়েছিল ‘একটা মিষ্টি বল’। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে সারা জানিয়েছেন, ‘ও আমার দিকে তাকিয়ে হাসতেই আমি গলে যাই। সারা এও বলেন, “আমি তো এখন বাবাকে মজা করে বলি প্রত্যেক দশকে তাঁর একটা করে সন্তান আছে। বিশ, ত্রিশ, চল্লিশ এখন পঞ্চাশেও। উনি সত্যিই খুব ভাগ্যবান প্রত্যেক দশকে আলাদাভাবে বাবা হওয়ার স্বাদ অনুভব করতে পেরেছেন। ও আমার বাবা এবং করিনার জীবনে আরো বেশি আনন্দ এবং সুখ এনে দেবে। ওদের জন্য আমি খুব খুশি’।
সেই সময় সমস্ত জল্পনাকে কার্যত উড়িয়ে দিয়ে ছোট্ট ভাইকে এক ব্যাগ উপহার নিয়ে দেখতে গিয়েছিলেন সারা আলি খান। ভাইয়ের পাশাপাশি করিনা কাপুরের জন্যেও মাদার কেয়ার কিট কিনে নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী।
ছোট থেকেই বাবা সইফের সঙ্গে দারুণ সম্পর্ক সারার। দুজনেই দুজনের কাছে কোনো কথাই লোকাতেন না। এককথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। কিন্তু নিজের মা কে ছেড়ে বাবা অন্যকাউকে বিয়ে করছেন জেনেও সারার প্রতিক্রিয়া কি ছিল জানলে তাজ্জব বনে যেতে বাধ্য আপনিও।
সইফের সঙ্গে করিনার বিয়ের কথা শুনে সারার প্রথম প্রতিক্রিয়া ছিল তিনি বিয়েতে কী পরবেন। কেননা তার ড্রিম অভিনেত্রী ছিলেন করিনা কাপুর। আর সেই অভিনেত্রী যখন নিজের ঘরে আসতে চলেছেন, তখন সারাকেও তো বেস্ট দেখাতেই হবে।