বলিউডের তরুণ প্রজন্মের অভানেত্রীদের মধ্যে প্রায়শই শিরোনামে থাকেন সাইফ আলি খানের (Saif Ali Khan) মেয়ে তথা নবাব পরিবারের সন্তান সারা আলি খান (Sara Ali Khan)। তার অভিনয় জীবনের বয়স বেশীদিন না হলেও অনুরাগীদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে চোখে পড়ার মতো। একথা সবাই জানেন সারা বরাবরই সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। তাই ঈদের মতোই গণেশ পুজো, শিবপুজো থেকে ক্রিসমাস সব উৎসবই পালন করেন তিনি।
তেমনই কিছুদিন আগেই কাশীর বিশ্বনাথ মন্দির দর্শনে গিয়েও কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। তবে সমস্ত সমালোচনার উর্ধ্বে উঠে প্রতিবারের মতোই এবারেও মহা শিবরাত্রি (Maha Shivaratri) পালনে ব্রতী হয়েছিলেন সারা আলি খান। তাতেই দেশের বেশ কিছু মুসলিম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাসে লেগেছে বিরাট আঘাত। যাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা গিয়েছে বিরাট শোরগোল।
প্রসঙ্গত জন্মগতভাবে সারা মুসলিম পরিবারে সন্তান হলেও তার জন্মদাত্রী মা অমৃতা সিং (Amrita Singh) আদতে হিন্দু। তাই ছোট থেকেই উভয় ধর্ম পালনের মধ্যে দিয়েই বড় হয়ে উঠেছেন সারা। তবে একজন মুসলিম হয়ে সারার শিবরাত্রি উদযাপনের ঘটনাকে মোটেই সহজভাবে মেনে নিতে পারেননি নেটিজেনদের একটা বড় অংশ।
এদিন সাদাকালো সালোয়ার কামিজ পরে,কপালে হলুদ চন্দন লেপ্টে নিজের শিবরাত্রি পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছিলেন নায়িকা। ছবিতে সারার পিছনেই দেখা যায় বিরাজমান শিবলিঙ্গ। এদিন ইনস্টা স্টোরিতেও শিব মন্দিরে তোলা ছবি পোস্ট করেছিলেন সারা। এদিন ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ মহাশিবরাত্রি… জয় ভোলেনাথ।’
সারার শিব পুজোর এই ছবির কমেন্ট সেকশনে উপচে পড়ে নেটিজেনদের একাংশের কু মন্তব্য। মুসলিম ধর্মাবলম্বীদের অনেকেরই নিশানায় পড়েন সারা। কেউ কেউ সারাকে কটাক্ষ করে লিখেছেন ‘হয় মুসলিম হও, নয় হিন্দু, একসাথে দুটো ধর্ম কীভাবে পালন করবে?’ তবে শুধু কু ন্তব্যই নয়। নেটিজেনদের একটা বড় অংশ অবশ্য সারাকে সমর্থন করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন।