• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে পা রাখলেন সইফপুত্র ইব্রাহিম, আগেভাগেই সুখবর ফাঁস করলেন বোন সারা

বলিউডের (Bollywood) জনপ্রিয়তম স্টারকিডদের মধ্যে একজন হলেন ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। ‘নবাব’ সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের ছেলে তিনি। এখনও বলিউডে পা রাখেননি ইব্রাহিম। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি ব্যাপক জনপ্রিয়। অনেকেই বলেছেন, বি টাউনের সকল স্টারকিডদের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম হলেন সইফের ছেলে। এবার তিনিই পা (Debut) রাখতে চলেছেন ইন্ডাস্ট্রিতে।

বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, মা, বাবা এবং দিদির মতো বলিউড পা রাখতে চলেছেন ইব্রাহিমও। তবে কোন ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখবেন তিনি, অথবা তাঁর নায়িকা কে হবে- এসব কিছুই জানা যায়নি। অবশেষে ভাইয়ের ডেবিউ ফিল্ম নিয়ে বিরাট আপডেট শেয়ার করলেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)।

   

Ibrahim Ali Khan Bollywood debut, Saif Ali Khan Sara Ali Khan and Ibrahim Ali Khan

সম্প্রতি কানের লাল গালিচায় ডেবিউ হয়েছে সারার। এরপরই এক নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানান, শীঘ্রই তাঁর ভাইও বলিউডে পা রাখতে চলেছেন। পাশাপাশি এও জানিয়েছেন, ইব্রাহিমের ডেবিউ ছবির শ্যুটিংও ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে।

‘লাভ আজ কাল’ অভিনেত্রী বলেন, ‘আপনি জানেন, অভিনেতা হিসেবে ওঁর (ইব্রাহিম) প্রথম ছবি শ্যুটিং সবে শেষ হয়েছে। আমি এখনও এটা বিশ্বাসই করতে পারছি না’। এরপরই ভাইয়ের প্রতি ভালোবাসা জাহির করে সারা বলেন, ছোটবেলা থেকেই তিনি এবং তাঁর মা অমৃতা ইব্রাহিমকে প্রচণ্ড ভালোবাসেন। স্কুল থেকে বাড়ি ফেরা হোক বা শ্যুটিং থেকে- সবসময় তাঁরা ভালোবাসা দিয়েই স্বাগত জানিয়েছেন ইব্রাহিমকে।

Ibrahim Ali Khan Bollywood debut, Sara Ali Khan and Ibrahim Ali Khan

সারার কথায়, ‘আমি আমার মায়ের মতো মন পেয়েছি। কারণ আমরা দু’জনেই ইব্রাহিমের সঙ্গে একই রকমের ব্যবহার করি…। আমার মনে হয়, আমরা দু’জনেই প্রচণ্ড ইমোশনাল এবং ইব্রাহিম যখন বাড়ি আসে তখন সেটা সবচেয়ে বেশি ভালো করে বুঝতে পারি’।

Ibrahim Ali Khan Bollywood debut, Amrita Singh Ibrahim Ali Khan and Sara Ali Khan

সইফ-অমৃতার মেয়ে সারা ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। সেই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। শোনা যাচ্ছে, ইব্রাহিমের ডেবিউ ছবির নাম ‘সরজমিন’। মালায়ালম রোম্যান্টিক-কমেডি ছবি ‘হৃদয়ম’র রিমেক এটি। অভিনেতা হিসেবে বলিউডে পথচলা শুরু করার আগে ইব্রাহিম সহকারী পরিচালক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছে। করণ জোহরের আসন্ন সিনেমা ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি।

site