বলিউড অভিনেত্রী সারা আলী খান (Sara Ali Khan)। খুব অল্প সময়ই হয়েছে বলিউডে পা রেখেছেন সাইফ কন্যা সারা। এরই মধ্যেই নিজের অভিনয়ের জন্য বেশ জনপ্রিয় হয়ে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি সুপার হিট হিন্দি ছবি ‘কুলি নাম্বার ১’ (Coolie No 1) ছবির রিমেক ভার্শানে অভিনয় করেছেন অভিনেত্রী। ছবিতে অভিনেতা বরুন ধাওয়ানের (Varun Dhawan) সাথে দেখা যাবে অভিনেত্রী সারা আলী খানকে। নব্বই এর ধমকে এই হিন্দি ছবিটি সুপার হিট হয়েছিল বক্স অফিসে। মজার বিষয় হল ১৯৯৫ সালে ছবিটি পরিচালনা করেছিলেন ডেভিড ধাওয়ান (David Dhawan) ২০২০ তে ছবির রিমেক হলে সেটিও পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান।
সারা আলী খান ও বরুন ধাওয়ান উভয়েরই ছবিতে কাজ করা নিয়ে উৎসাহ রয়েছে চোখে পড়ার মত। বরুন ধাওয়ান একটু বাবার সাথে কাজ করছেন। সাথে বহুদিন ধরেই বরুনের এই ছবিতে কাজ করার ইচ্ছা ছিল। ছোটবেলায় গোবিন্দর নাচের দিওয়ানা ছিলেন বরুন, সেই থেকেই তার মর অভিনয় করার ইচ্ছা। তাই এই ছবিতে কাজ করাএকটা বড়সড় পাওনা বরুনের কাছে।
অন্যদিকে সারা আলী খান খুব কম ছবি করলেও নিজের অভিনয়ের দক্ষতায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। এর আগে সারা আলী খানকে প্রয়াত অভিনেতা সুশান্তের সাথে ‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। ছোট থেকেই ষ্টার পরিবারে বড় হয়েছেন সারা। অনেকে বলেন সারাকে নাকি তার মা অম্রিত সিংয়ের মত দেখতে হয়েছে।
‘কুলি নাম্বার ১’ ছবিটি এবছর মার্চে রিলিজ হবার কথা ছিল। কিন্তু, মহামারীর কারণে তা পিছিয়ে যায়। আপাতত ২৫ শে ডিসেম্বর রিলিজের তাৰিখ নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সারা ও বরুন মাইল জোরকদমে চালাচ্ছেন ছবির প্রমোশন। কিন্তু, তার মাঝেই সারার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েপড়েছে। যেখানে বরুনের কাছে টাকা চাইতে দেখা যাচ্ছে সারাকে। তবেকি টাকা পয়সা নেই সারার কাছে? আসলে তা নয়, নিছক মজা করেই দেওয়ালির জন্য টাকা চাইছেন সারা।
View this post on Instagram