ভালোবাসা এমনই একটা জিনিস যার সামনে কার্যত অর্থহীন রূপ, বয়স, উচ্চতা ইত্যাদি যে কোনো বাহ্যিক সৌন্দর্য। তাই সবকিছু ভুলে ভালোবাসার মানুষের পাশে থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এই কারণেই সম্পর্কের ক্ষেত্রে বয়স যে কেবল সংখ্যা মাত্র একথা প্রমাণিত হয়েছে বহুবার। বাংলা বিনোদন জগতের এমনই এক অসম বয়সী দাম্পত্য জুটি হলেন ছোট পর্দার পুটু পিসি অর্থাৎ অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupata) এবং ডিংকা অর্থাৎ অভিনেতা সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)।
তারা দুজনেই বাংলা থিয়েটার জগতের দুই জনপ্রিয় মুখ। বাংলা ইন্ডাস্ট্রির এই সেলিব্রেটি জুটির সম্পর্কের রসায়নটা বরাবরই আর পাঁচ জনের থেকে একটু আলাদা। তাই নিজের থেকে ১৫ বছরের বড় সোহিনী কে বিয়ে করেও দারুণ হাসি খুশি সপ্তর্ষি। নানান ঝড়ঝাপ্টা, নিন্দুকদের বাঁকা মন্তব্য সবটা এড়িয়ে আজ দীর্ঘ ৮ বছরের সুখী গৃহকোণ তাঁদের।
শ্রীময়ী ছিল সপ্তর্ষির প্রথম সিরিয়াল। তিনি মূলত নাট্য জগতের মানুষ। সিনেমাতেও অভিনয় করেছেন। তবে প্রতিটা চরিত্রেই তাঁর অভিনয় ভীষণ নিখুঁত। এমনিতে শ্রীময়ী শেষ হওয়ার পর দীর্ঘদিনের বিরতিতে ছিলেন সপ্তর্ষি। সম্প্রতি ফের আবার লেখিকা লীনা গাঙ্গুলীর হাত ধরে ফিরতে চলেছেন ছোট পর্দায়। নতুন সিরিয়াল (New Serial) ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)-য় সপ্তর্ষি জুটি বাঁধছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সোনামণি সাহা (Sonamoni Saha)-র সাথে।
প্রসঙ্গত সপ্তর্ষির নতুন সিরিয়াল হসপিটাল ড্রামা কেন্দ্রিক। সাথে থাকছে পারিবারিক ড্রামা। সিরিয়ালে সপ্তর্ষি সোনামণি দুজনেই এম বি বি এস ফাইনাল ইয়ার। তাই চরিত্রের প্রয়োজনে একজন চিকিৎসকের রোগী দেখার তৎপরতা, সহমর্মিতা, অপারেশন থিয়েটারের পরিবেশ, এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আপাতত পড়াশোনা করছেন অভিনেতা।
উল্লেখ্য সপ্তর্ষির নায়িকা সোনামণি কিন্তু দর্শকমহলে বেশ জনপ্রিয়। সম্প্রতি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেতা বলেছেন প্রচুর ভক্ত-অনুরাগী ওর। আর ইদানীং নাকি সোনামণির ভক্তরা সপ্তর্ষিকে গুচ্ছ গুচ্ছ ট্যাগ করছে। এছাড়া এদিন অভিনেতার কাছে জানতে চাওয়া হয়েছিল কোনও ধারাবাহিকে দি স্ত্রী সোহিনীর ছেলের চরিত্র করতে তাহলে তিনি কি করবেন? সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সপ্তর্ষি জানান তারা পেশাদার অভিনেতা। এ সব নিয়ে তাদের কোনও ট্যাবু নেই।