• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গল্পে নতুন মোড়, অবশেষে চারহাত এক হতে চলেছে শঙ্খ মোহরের!

Published on:

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক মোহর গত কয়েকদিন ধরেই টিআরপি দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। আর নিয়ম করে টিভির সামনে বসে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ধারাবাহিকের পরবর্তী টুইস্টের জন্য। ধারাবাহিকের নায়ক নায়িকা এখন দর্শককূলের বেশ পছন্দের জুটি।

শিক্ষক ছাত্রীর এই প্রেম মন কেড়েছে দর্শকদের। তবে মোহর মানেই পরতে পরতে মোচড়। এই মোহর শঙ্খ কাছাকাছি তো পরক্ষণেই বিচ্ছেদ। কদিন আগেই মোহর শঙ্খর গোপন বিয়ের পর্ব তুমুল হিট হয়েছিল। কিন্তু প্রিয় জুটির এই গোপন বিয়েতে খুশি নয় দর্শক। তাদের একটাই প্রশ্ন কবে সর্বসমক্ষে চারহাত এক হবে মোহর শঙ্খর।

এবার সমস্ত উদ্বেগ ঝড়ঝাপটা কাটিয়ে কাছাকাছি আসতে চলেছে মোহর শঙ্খ। আর লুকোচুরি নয় এবার সামাজিক বিয়ে সেরে সসম্মানেই শঙ্খ স্যারের ঘরে উঠবে মোহর। এই জুটির গোপন বিয়ের খবর চাউর হতেই শঙ্খ স্যারের পরিবারে শুরু হয় অশান্তি। শঙ্খ স্যারের জেঠু মোহরের কাছে নিজের ভাইপোর ভিক্ষা অবধি চান। কিন্তু প্রেম কি এতই ঠুনকো!

এত সহজে মোহর সরে যাবে তার ভালোবাসার মানুষের থেকে। না তা কী করে হয়। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের তোরজোর। মোহরকে ফোন করে বিয়েতে আমন্ত্রণ জানিয়েছে শঙ্খ। মোহরের দিদি-জামাইবাবু জানে, এই বিয়েতে মোহরই পাত্রী। মন্দিরের বিয়ে সামাজিক করতেই মোহরের অজান্তে শঙ্খের এই আয়োজন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥