চলতি বছরের শুরু থেকেই বিনোদন জগতে একের পর এক নক্ষত্রপতন ঘটেছে। মাস ছয়েক আগেই অর্থাৎ মার্চ মাসের ২৪ তারিখ সকলকে কাঁদিয়ে মাত্র ৫৮ বছর বয়সেই চলে গিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির কার্তিক ঠাকুর বলে পরিচিত অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। তার অকাল প্রয়াণের শোক এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি ইন্ডাস্ট্রি। শোকাহত অভিনেতার স্ত্রীর সংযুক্তা (Sanjukta Chatterjee) এবং কন্যা ডলও।
এরই মধ্যে দেখতে দেখতে এসে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durgapujo)। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরেই শহর কলকাতার রাজপথ সেজে উঠবে আলোর রোশনাই এগরোল,ফুচকার স্টলে। প্রায় পঞ্চাশ শতাংশ হলেও কমপ্লিট অধিকাংশ প্যান্ডেলের কাজ। প্রসঙ্গত প্রতিবছর এই দুর্গাপূজার সময় তুমুল ব্যস্ততা থাকতো অভিনেতা অভিষেক চ্যাটার্জির বাড়িতে। ধুমধাম করে দুর্গাপূজার আয়োজন করতেন অভিনেতা।
কিন্তু তার এই অকাল প্রয়াণে ফিকে হয়ে গিয়েছে সবকিছু। পুজোকে ভুলতে চেয়ে তাই এ বছর আর কলকাতায় নয়, দূরে কোথাও চলে যেতে চান অভিনেতার স্ত্রী সংযুক্তা এবং তার মেয়ে ডল। তিনি জানিয়েছেন শহর থেকে বহু দূরে কোথাও চলে যেতে চান তিনি যেখানে গেলে ‘ঢাকের আওয়াজ কানে আসবে না। কোনও হুল্লোড় থাকবে না। পুজোটাকে ভুলে থাকতে চাই।’

সংযুক্তার কথায় জানা গিয়েছে তারা সম্ভবত কেরলে যাবেন। এ প্রসঙ্গে সম্প্রতি সংযুক্তা আনন্দবাজার অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন “অভিকে ছাড়া পুজো ভাবতেই পারছি না’। তাই শহর ছেড়ে মেয়েকে নিয়ে কেরলে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে তার।
প্রয়াত অভিনেতার স্ত্রীর কথায় তারা যেখানেই থাকুন না কেন, তাদের বিশ্বাস অভিষেক তাদের সঙ্গে আছে।এতটুকু বয়সে বাবাকে হারিয়ে গোটা জগৎটাই যেন অন্ধকার হয়ে গিয়েছে ছোট্ট ডলের। সংযুক্তার কথায় ডল এখন অনেকটা শক্ত হয়ে গিয়েছে। কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠতে তার এখনও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংযুক্তা।